মালদ্বীপের কমিশনার অব প্রিজন হাসান জারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
এসময় হাইকমিশনার দেশটির কারাগারে বন্দি থাকা বাংলাদেশি নাগরিকদের সুযোগ-সুবিধা, চিকিৎসা ও দ্রুত বিচার কার্যক্রম সম্পন্নের বিষয়ে আলোচনা করেন। সাক্ষাতকালে হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ উপস্থিত ছিলেন। হত্যা, শিশু নির্যাতন ও মাদকসহ, বিভিন্ন মামলায় দেশটির বিভিন্ন কারাগারে বন্দি রয়েছেন বাংলাদেশিরা।