প্রবাস রাজনীতি

ফ্রান্সে ছাত্র আন্দোলনের শহীদদের মাগফিরাত কামনায় দোয়া

post-img

ফ্রান্সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করে বিএনপি ফ্রান্স শাখা। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের। এসময় উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমান, সহ সভাপতি এম এ রহিম, যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ, সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.