বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনে জার্মানিতে আনন্দ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার ফ্রাঙ্কফুর্টের প্রাণকেন্দ্র অল্টে অপারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দেশটির বিভিন্ন শহরে বসবাস করা কয়েকশ প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। জার্মানি প্রবাসী শিল্পী তাহমিন ফেরদৌসির জাতীয় সংগীতের মাধ্যমে বিজয় সমাবেশ শুরু হয়। পরে আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু বকর সিদ্দিক। এসময় ছাত্র প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী এবং কমিউনিটি নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা ছাত্র-জনতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ছাত্রদের গণআন্দোলন স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে পুনরুদ্ধার করেছে, তাই বাংলাদেশ চিরদিন তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। এছাড়াও তারা সব গুম খুনের জন্য পালাতক শেখ হাসিনার আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করেন।