আন্তর্জাতিক

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইসরায়েলে জরুরি বৈঠক

post-img

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুসহ দেশটির রাজনৈতিক ও সামরিক নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির শঙ্কা দেখা দিয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান এবং তাতে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘণের অজস্র ঘটনার দায়ে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। এতে উদ্বিগ্ন ইসরায়েল। এরইমধ্যে সম্ভাব্য পরিস্থিতি নিয়ে করণীয় ঠিক করতে নিজ কার্যালয়ে জরুরি বৈঠক ডাকেন দেশটির সরকার প্রধান।

গতকাল ১৯ এপ্রিল (বৃহস্পতিবার) ইসরায়েলি টেলিভিশনের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। চ্যানেল ১২-এর খবরের বরাতে টাইমস অব ইসরায়েল বলছে, তিনজন মন্ত্রী এবং বেশ কয়েকজন সরকারি আইন বিশেষজ্ঞ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই জরুরি আলোচনায় অংশ নেন। সেখানে সম্ভাব্য ওয়ারেন্ট থেকে রক্ষা পাওয়ার বিষয়ে আলোচনা হয়।

কোনো সূত্র উল্লেখ না করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমে অদূর ভবিষ্যতে এই ধরনের ওয়ারেন্ট জারি করা হতে বলে বার্তা পাওয়ার পর বৈঠকটি ডাকা হয়। টিভি প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু এই সপ্তাহে ব্রিটেনের পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবকের সঙ্গে বৈঠক করেন। সেখানেও তিনি বিষয়টি উত্থাপন করেন এবং তাদের সাহায্য চান।

২০১৪ সালে হামাস এবং আইডিএফের মধ্যে ব্যাপক সংঘাত হয়েছিল। সেই যুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধগুলো নিয়ে ২০১৯ সালে তদন্ত শুরুর ঘোষণা দেয় আইসিসি। পরে করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর এই কাজ স্থগিত থাকার পর ২০২১ সালের ২৩ মার্চ ফের তদন্ত শুরু করে আইসিসি।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.