ইতালির মিলানে দারুল হিকমা একাডেমির ভিয়ালে মার্ক শাখার অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এসময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতারও পুরস্কার বিতরণ করা হয়। একাডেমির প্রিন্সিপাল জিয়াউল করিম ভূঁইয়ার সভাপতিত্বে সভা পরিচালনা করেন ভাইস প্রিন্সিপাল হাফেজ আনিসুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মিলান কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাফিজুল ইসলাম, প্রাক্তন প্রিন্সিপাল হাফেজ জুনায়েদ সুবহান, মিলান স্টাডি ফোরামের সভাপতি আবু রাশেদ শাহিন, দারুল হিকমাহ বায়তুল মোকাররম শাখার ভাইস প্রিন্সিপাল শাহাদাত ইসলামসহ অনেকে।
এসময়ে বক্তারা প্রবাসে মুসলিম কমিউনিটি গঠন ও ইসলামি শিক্ষা বিস্তারে দারুল হিকমাহ একাডেমির কার্যক্রম তুলে ধরে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।