কাতারে অবস্থানরত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাইয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দেশটির স্পেয়ার জোনে পরিবার নিয়ে ছুটে আসনে প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর সাক্ষাতের সুযোগ পেয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে ভেসে ওঠে শিক্ষা জীবনের নানান স্মৃতি। এসময় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের খেলাধুলা, বন্ধুত্বের গানসহ একসাথে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে সৃষ্টি হয় আনন্দঘন মুহুর্ত। সুইডেনের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী আশরাফ, জাহেদ, বখতিয়ার, বেলাল, নাজিম,তৌহিদ, রায়হান, সুরেশ ও শাহ আলমের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়।
এতে আমন্ত্রিত অতিথি ছিলেন চট্টগ্রাম সমিতির সভাপতি মোস্তফা কামাল, রাউজান সমিতির সভাপতি এম হারুন, আই,ডি,ই,বি কাতার এর জেনারেল সেক্রেটারি হেদায়েত উল্লাহ কবির, কমিউনিটি নেতা আজিম সওদাগর ও বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর সভাপতি আকবর হোসেন বাচ্চু। অনুষ্ঠানে র্যাফেল ড্র ও খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।