যুক্তরাজ্যে দি ওয়ান পাউন্ড হসপিটাল বিশ্বনাথের উদ্যোগে কমিউনিটি ও দাতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব লন্ডনের একটি একাডেমী হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপার্সন ডা: সানুর আলী মামুন। সাধারণ সম্পাদক কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়ার পরিচালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ট্রেজার মাওলানা সিরাজুল ইসলাম চাঁদ। এসময় বক্তব্য রাখেন সংস্থার ট্রাস্টি আবুল হাসেম, শাহ সোহেল আমিন, এডভাইজার ক্বারী আবদুল আহাদ, লন্ডন কো-অর্ডিনেটর মনির আহম্মদ, ল্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর কবি শামসুল ইসলাম, টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন, ফাউন্ডার মেম্বার মোহাম্মদ সুলতান মিয়া ও মাস্টার আমির উদ্দিনসহ অনেকে। সভায় ১০ জন ১ হাজার পাউন্ড করে দিয়ে ফাউন্ডার মেম্বার হওয়ার ঘোষনা দেন।