PeopleNTech Business Hosting
ফ্লোরিডায় ৪ দিনব্যাপী ‘ওয়ার্ল্ড ফেয়ার এ্যান্ড ফেস্ট’ ৯ দেশের শতাধিক বিজ্ঞানী-উদ্ভাবক-শিল্পপতি-ব্যবসায়ীর অংশগ্রহণ

ফ্লোরিডায় ৪ দিনব্যাপী ‘ওয়ার্ল্ড ফেয়ার এ্যান্ড ফেস্ট’ ৯ দেশের শতাধিক বিজ্ঞানী-উদ্ভাবক-শিল্পপতি-ব্যবসায়ীর অংশগ্রহণ


upload news

নিউইয়র্ক প্রতিনিধি: চার দিনব্যাপী ‘ওয়ার্ল্ড ফেয়ার এ্যান্ড ফেস্ট’ ফ্লোরিডার ওরল্যান্ডোতে শুরু হয়েছে বৃহস্প্রতিবার ৯ জুন। যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ছাড়াও সাত দেশের বিষয় বিশেষজ্ঞরা এতে অংশ নিচ্ছেন।

ব্যবসা-সম্প্রসারণ, বৈশ্বিক অর্থনীতি, ট্যুরিজম, ইভেন্ট মার্কেট, ইয়ুথ ট্যালেন্ট ইত্যাদি আলোকে ৮টি সেমিনার ছাড়াও থাকবে উদ্ভাবনী জগতের লোকজনের নেটওয়ার্কিং। রয়েছে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনাও। এই উৎসবের মূল পর্ব অর্থাৎ সকল গবেষক-উদ্ভাবক-বিজ্ঞানীগণের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ১১ জুন শনিবার লিজেন্সী ইভেন্ট অডিটরিয়ামে।

৭ জুন মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এই উৎসবের হোস্ট ‘এসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার এ্যান্ড ফেস্ট ইউএসএ’র নেতৃবৃন্দ আরো জানান, বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়ামে বক্তব্য উপস্থাপনাকারিগণের মধ্যে থাকবেন ময়লা-অবর্জনাকে মানবতার কল্যাণে ব্যবহারের বিভিন্ন কৌশল উদ্ভাবনকারি বাংলাদেশি আমেরিকান বিজ্ঞানী এবং কানেকটিকাটে অবস্থিত ‘ওয়াস্ট টেকনোলজিজ’র সিইও ড. মঈনুদ্দিন সরকার, ইউনিসেফ স্টাফ এসোসিয়েশনের প্রাক্তন চেয়ারম্যান এ কে মাসুদ আহমেদ, ব্যবসায়ী ও সমাজকর্মী নাঈম খান, আনোয়ার হোসেন, উদ্যোক্তা ফারজানা আলী, জিউনেস গ্লোবালের পরিচালক বেটি পেরেজ, মিন্টু কুমার রায়, লুইসা ইউ, ড. ইশাক শরিফ, ভেরনিকা কে ফাজিও, তাকভির শাহ, সাদমান রহমান প্রমুখ।

এর আগে সংবাদ সম্মেলনে জানানো হয় যে. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়কে এ উৎসবে আজীবন সম্মাননা জানানো হবে। আরো উল্লেখ করা হয় যে, এটি হবে প্রথম আয়োজন। উৎসবের দ্বিতীয় বার্ষিক আয়োজনটি হবে সামনের বছর নিউইয়র্কে-এ তথ্য জানিয়ে এখন থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণের আশা পোষণ করা হয়।

সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিষয়ে কথা বলেন, ট্রেড এ্যান্ড ফেয়ার কমিটির পরিচালক মৃধা জসীম, অর্থ বিষয়ক পরিচালক আতিকুর রহমান, যুগ্ম সচিব আতিয়ার রহমান মার্শাল, পরিচালক ফাহাদ সোলায়মান, মাহমুদুল আলম দিপু, প্রোগ্রাম কো-অর্ডিনেটর সেলিম ইব্রাহিম, হোস্ট সংগঠনের পরিচালক জিল্লুর রহমান, জান্নাত রহমান তারামনি, পুরো আয়োজনের প্রিমিয়াম স্পন্সর ড. মঈনুদ্দিন সরকার প্রমুখ। মঞ্চে আরো ছিলেন কন্ঠশিল্পী কামরুজ্জামান বকুল, কন্ঠশিল্পী মেহজাবিন মেহা, কন্সালট্যান্ট আলী এইচ ডনার।


Ads