শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই আনন্দে ভাসছে লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।
একে অপরকে মিষ্টিমুখ করিয়ে ও বিভিন্ন শ্লোগানের মাধ্যমে বিজয় আনন্দ উদযাপন করছেন তারা। গণ অভ্যুত্থানে অংশ না নিতে পারলেও রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে নিজেদের বিজয়ের অংশীদারী দাবি করছেন প্রবাসীরা। দাওড়া ও মোকাল্লেসসহ দেশটির বিভিন্ন এলাকা ও মেসে চোখে পড়ে প্রবাসীদের এমন আনন্দ উল্লাস। বিজয় আনন্দের পাশাপাশি আন্দোলনে নিহতদের স্মরণে আয়োজন করা হয় দোয়া। তরুণ প্রজন্মের হাত ধরে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছেন প্রবাসীরা।