শেখ হাসিনা সরকার পতনের ঘটনায় দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভে বিজয় উল্লাস করেছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। দেশটির মারদেকা স্কয়ারে বাংলাদেশের পতাকা নিয়ে এ বিজয় উল্লাস করেন তারা। এসময় দেশে দ্বিগুণ পরিমাণ রেমিট্যান্স পাঠানোর প্রত্যয় ব্যক্ত করে প্রবাসীরা বলেন, দেশের টাকা বিদেশে পাচার বন্ধ করার একমাত্র উপায় বৈধপথে বিদেশ থেকে রেমিট্যান্স হিসেবে টাকা পাঠানো।