post
এনআরবি বিশ্ব

ওমানে বাংলাদেশি রেস্টুরেন্ট উদ্বোধন

ওমানের রাজধানী মাস্কাট মাবেলা সানাইয়ায় ইউছুপ হারুন পার্টনার এলএলসি এর রেস্টুরেন্ট ও কেসিং সামগ্রীর দোকান উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে দোকানের শুভ উদ্বোধন করেন, হাটহাজারী সমিতি ওমানের সভাপতি আব্দুল হান্নান তালুকদার এবং চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াছিন চৌধুরী-সিআইপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হানিফ। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সহাবুদ্দিন-সিআইপি এবং দোকানের সত্বাধিকারী ইউছুপ হারুন ও মুসা আলম মুসা সহ অনেকে। প্রতিষ্ঠানটির সত্বাধিকারীরা জানান, নিজস্ব কারখানায় তৈরি হোটেল রেস্টুরেন্ট ও কেসিং সামগ্রীর পসড়া রাখার পাশাপাশি গুনগত মানের দিকটিও গুরুত্ব দেয়া হবে।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে দ্বিতীয় বারের মতো রেমিট্যান্স অ্যাওয়ার্ড

প্রবাসীদের সম্মানিত করতে বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের পক্ষ থেকে দ্বিতীয় বারের মতো ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ দেয়ার ঘোষণা দেন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশি অধিবাসীদের রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৩ এর জন্য ১৫ মার্চ আবেদন দাখিলের শেষ তারিখ থাকলেও তা বর্ধিত করে ৩১ মার্চ করে বিজ্ঞপ্তি দিয়েছে কনস্যুলেট অফিস। বুধবার কনস্যুলেট অফিসের ফেসবুক পেজে প্রথম সচিব শাহনাজ পারভিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানায় তারা। এবছর সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে মোট ৪৫ জনকে পুরস্কার প্রদান করবে কনস্যুলেট। এদের মধ্য সাধারণ কর্মী-১ এর জন্য ১০ জন, সাধারণ কর্মী-২ এর জন্য ১০ জন, ব্যবসায়ী পুরুষ ১০ জন, নারী ব্যবসায়ী ৫ জন এবং বিভিন্ন পেশাজীবী প্রবাসীদের মধ্যে পাবেন ১০ জন।

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশ বিজিনেস কাউন্সিল কুয়েতের অভিষেক

বাংলাদেশ বিজিনেস কাউন্সিল কুয়েতের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লুতফুর রহমান মুখাই আলী। সাধারণ সম্পাদক মো: এমাদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। নবগঠিত প্রবাসী ব্যবসায়ীদের এই সংগঠনকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত প্রবাসীদের দেশীয় পণ্য বিদেশের বাজারে নিয়ে আসতে পরামর্শ দেন। অভিষেক অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নেতৃবৃন্দরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন।

post
এনআরবি বিশ্ব

নিউইয়র্কে হালাল খাদ্য বিতরণ

পবিত্র রমজান উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হালাল খাদ্য বিতরণ করছে সেইভ দ্যা পিপলস নামের একটি সাহায্য সংস্থা।ইউএমআর এবং সেইভ দ্যা পিপলস যৌথভাবে নিউইয়র্কের জ্যামাইকায় এ আয়োজন করে। এসময়ে স্থানীয় বিভিন্ন সমাজসেবী প্রবাসীরা উপস্থিত ছিলেন। সেইভ দ্যা পিপলস এর প্রেসিডেন্ট শহিদুল্লাহ জানান, প্রায় ২ শতাধিক পরিবারের কাছে হালাল খাবার পৌছে দেয়া হয় এ কার্যক্রমের মাধ্যমে। এসময়ে নিউইয়র্ক পুলিশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ আয়োজন শুধু খাদ্য বিতরণই না সামাজিক সম্প্রীতিকে আরো বৃদ্ধি করবে বলে মনে করেন আয়োজকরা।

post
এনআরবি বিশ্ব

জাতির জনকের জন্মদিনে নিউইয়র্কে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সমাবেশ

‘ডিজিটাল বাংলাদেশের পথ বেয়ে স্মার্ট বাংলাদেশ রচনার প্রত্যাশা পূরণের পর সুখ-সমুদ্ধশালী বাংলাদেশ রচিত হলেই জনকের আত্মা শান্তি পাবে এবং জনকের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা সম্ভব হবে’-এমন অভিমত পোষণ করা হয় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ১০৫তম জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সমাবেশ থেকে। ১৭ মার্চ নিউইয়র্ক সিটির ওজোনপার্কে রাধুনি রেস্টুরেন্টের পার্টি হলে ‘স্মরণ পরম শ্রদ্ধা আর গভীর মমতায়’ শীর্ষক এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া এবং সঞ্চালনা করেন কম্যুনিকেশন্স ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার। বিশেষ সম্মানীত অতিথি ছিলেন কম্যুনিটি লিডার ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধান রেজাউল বারি, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাফরউল্লাহ।এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাগণের একাত্তরের স্মৃতিচারণী ডক্যুমেন্টারি রিলিজের ঘোষণা দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার বলেন, ‘মুক্তিযুদ্ধের গল্প’ নামক ভিডিও চিত্রটি উৎসর্গ করা হলো জাতিরজনকের প্রতি। একাত্তরে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম জনকের ডাকে। সেই তাড়নায় এই ভিডিও ডক্যুমেন্টারিটির সমস্ত কৃতিত্ব তাঁরই প্রাপ্য।’ উল্লেখ্য, ৭০ মিনিট ৫৪ সেকেন্ডের ডক্যুমেন্টারিতে ২৭ বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ রয়েছে। সেটি এখন ইউটিউব এবং ফেসবুকে দেখা যাচ্ছে।সভাপতির সমাপনী বক্তব্যে আব্দুল কাদের মিয়া বলেন, সততা ও নিষ্ঠার সাথে সকলে যদি বঙ্গবন্ধুর চেতনাকে হৃদয়ে ধারণ করে কাজ করি তাহলে সেটি হবে নেতার প্রতি সম্মান জানানোর উত্তম উপায়। ইতিমধ্যেই তা দৃশ্যমান হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শি নেতৃত্বে উন্নয়ন-অভিযাত্রায় বাংলাদেশ অনেক সাফল্য অর্জন করায়। আশা করি সামনের দিনগুলোতেও রাজনীতি-সমাজনীতি-প্রশাসনের সর্বত্র অনিয়ম ও দুর্নীতি মুক্ত হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করা সহজ হবে।সমাবেশে বীর মুক্তিযোদ্ধাগণের মধ্যে আরো ছিলেন আবুল বাশার চুন্নু, শামসুল আলম চৌধুরী, গুলজার হোসেন, হেলাল মজিদ, হাবিব রহমান প্রমুখ। বিশিষ্টজনদের মধ্যে ছিলেন কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরামের সভাপতি সায়েদুল হক, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন পারভেজ, আরিফুল ইসলাম, মাস্টার হুমায়ূন কবীর, রেদওয়ান বারি, লিটন চৌধুরী, আসাদুল হক কামাল, ওসমান চৌধুরী, আবুল কাশেম, সাখাওয়াত হোসেন মুরাদ, মোহাম্মদ আক্রাম, আশরাফ আলী খান লিটন, কম্যুনিটি অ্যাক্টিভিস্ট আবুল মহসিন, হাসিবুর রহমান, হৃদয়, মামুন, আফসার প্রমুখ।

post
এনআরবি বিশ্ব

ইতালির মনফালকনে ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইতালির মনফালকনে ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দেশটির স্থানীয় একটি হলরুমে ইফতার মাহফিলে শুরুতে রোজাদার মুসল্লিদের স্বাগত জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম মোস্তাক ও সাধারণ সম্পাদক মোঃ বশির উদ্দিন। ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য নিয়ে ইসলামিক আলোচনা করেন স্থানীয় দুই মসজিদের ইমাম। ইফতার মাহফিলের সার্বিক সহযোগিতা করেন সমিতির উপদেষ্টা আনোয়ার হক এমএইচ কবির , মনির মিয়া , জসীমউদ্দীন ,সহ-সভাপতি ইয়াসিন মিয়া ,আল মামুন ,সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মিয়া, সহ সাধারণ সম্পাদক নাসির লতিফ ও প্রচার সম্পাদক আতিকুর হকসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

জাপানে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে ইফাতার অনুষ্ঠান

জাপানের চিবা প্রিফেকচার এর নাগারেয়ামা সিটিকে প্রবাসী বাংলাদেশীদের অন্যতম একটি শহর হিসেবে গড়ে তুলতে নাগারেয়ামা বাংলাদেশ কমিউনিটির উদ্দ্যোগে আয়োজন করা হয় ইফাতার অনুষ্ঠান।আয়োজিত ইফতার অনুষ্ঠানে অতিথিদের মধ্যে প্রবাসী বাংলাদেশী ছাড়াও অংশগ্রহন করেন জাপানিজ মিশরী ইন্দোনেশিয়ান এবং পাকিস্তানের অতিথিরা। ইফতার অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশীদের একটি মিলনমেলায় পরিনত হয়। কর্মব্যস্ত জীবনে একত্রে ইফতার করতে পেরে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন। আয়োজিত ইফতার অনুষ্ঠানে নাগারেয়ামা সিটি কাউন্সেলর মিহো কোন্দো অংশগ্রহন করেন। তিনি বলেন, আমরা চাই নাগারেয়ামা সিটিতে বিদেশীরা বিশেষ করে আরো বাংলাদেশীরা এবং বিভিন্ন ধর্মালম্বিরা বসবাস করুক। সে লক্ষে মসজিদ সহ অন্যান্য ধর্মের উপসানালয় তৈরি এবং তাদের জন্য বসবাসের পরিবেশ তৈরি করার চেস্টা অব্যাহত থাকবে। ইফতারে বিভিন্ন পদের বাংলাদেশী খাবারের পসরা সাজানো হয় । ইফতার অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াত এর মাধ্য দিয়ে পরে দোয়া ও মোনাজাত এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। আয়োজক নাগারেয়ামা বাংলাদেশ কমিউনিটির অন্যতম সদস্য রনি পারভেজ তালুকদার, আব্দুস সাত্তার রানা, খলিলুর রহমান, জি এম খোকনসহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

post
এনআরবি বিশ্ব

ইতালিতে আওয়ামী লীগের ইফতার মাহফিল

ইতালি আওয়ামী লীগ নাপোলি শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বায়তুল ফালাহ জামে মসজিদে এ আয়োজন করা হয়। মাহফিল পরিচালনা করেন সংগঠনের আহবায়ক হাজী কবির মোড়ল ও সদস্য সচিব মামুন হাওলাদার। এতে অতিথি ছিলেন মাদারীপুরের রাজৈর পৌরসভার সাবেক মেয়র শামীম মুন্সী ও বাংলা প্রেসক্লাব ইতালির সাংগঠনিক সম্পাদক মিনহাজ হোসেন। এছাড়াও বাংলা কমিউনিটির মধ্য আসাদ সরদার, সিপন তালুকদার, সম্রাট মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন, মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাকির হোসেন জাকারিয়া।

post
এনআরবি বিশ্ব

অবৈধ অভিবাসীদের বড় সুখবর দিলো কুয়েত সরকার

কুয়েতে অবস্থানরত বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার।বৃহস্পতিবার (১৪ মার্চ) কুয়েতের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহর বরাত দিয়ে এ খবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব টাইমস। প্রতিবেদনে বলা হয়, আগামী ১৭ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। সাধারণ ক্ষমার নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা কুয়েত ছাড়লে ফের নতুন ভিসা নিয়ে নিয়মতান্ত্রিকভাবে তাদের কুয়েতে প্রবেশের সুযোগ দেওয়া হতে পারে। সবশেষ ২০২০ সালের এপ্রিল মাসে অবৈধ অভিবাসীদের কুয়েত ছাড়ার সুযোগ দিয়েছিল দেশটির সরকার। এবার নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা কুয়েত না ছাড়লে, তাদের কালো তালিকা করা হবে। আর এরপর ধরা পরলে তাদের কুয়েত থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। এদিকে কুয়েত প্রবাসীরা এখন থেকে তারা পরিবারের সদস্যদের দেশটিতে ভ্রমণ করানোর সুযোগ পাবেন। মাত্র ৪০০ দিনার বেতন থাকলেই যে কোনো পেশার বৈধ আকামাধারী প্রবাসী পরিবারের সদস্যদের নিতে পারবেন কুয়েতে। কুয়েত সরকারের নির্দেশনা অনুসারে, এখন থেকে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা তাদের মা, বাবা, স্ত্রী ও সন্তানদের কুয়েত ভ্রমণ করাতে পারবেন। পারিবারিক ভ্রমণ ভিসার ক্ষেত্রে যেকোনো পেশার বৈধ প্রবাসীর বেতন ৪০০ দিনার হলেই আবেদন করতে পারবেন। তবে পারিবারিক এবং বাণিজ্যিক ভিসার ক্ষেত্রে ৮০০ দিনার বেতনসহ বেশ কিছু শর্ত মানতে হবে ভিসা প্রত্যাশীদের। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। কুয়েতের পর্যটন খাত এবং অর্থনীতিকে আরও চাঙা করার জন্য নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। এরই অংশ হিসেবে ভিজিট ভিসা চালু করার বিষয়টিকে যুগোপযোগী সিদ্ধান্ত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

post
এনআরবি বিশ্ব

ইতালিতে আব্দুল্লাপুর সমিতির কমিটি ঘোষণা

ইতালিতে বৃহত্তর কিশোরগঞ্জ জেলার আব্দুল্লাপুর প্রবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতির দুইবছরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।ভেনিসের ঢাকা বিরিয়ানি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।প্রবীণ কমিউনিটি নেতা জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভা যৌথ পরিচালনা করেন বশির আহমেদ ও জিয়াউর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমিতির প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান,সাবেক সভাপতি তাজুল ইসলাম,আলমাস মিয়া,শাহীন মিয়া,শফিকুল ইসলাম,সুহেল রানা,আলম সরকার,পলাশ বাঘা,মোহাম্মদ আলী,নজরুল ইসলাম,রতন মিয়া ও রাজীব বাঘা। এসময়ে আব্দুল্লাপুর সমিতির সার্বিক উন্নয়ন ও সমিতির বিভাজন রোধে এ কমিটি ঘোষণা করা হয় বলে জানান বক্তারা। পরে মতিউর রহমানকে সভাপতি, নোওয়াজ শরীফকে সাধারণ সম্পাদক ও আলামিন মোহাম্মদকে সাংগঠনিক সম্পাদক করে আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিসের আংশিক এ কমিটি ঘোষণা করা হয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.