post
এনআরবি বিশ্ব

লেবাননে ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিতকরণ

লেবাননে ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিতকরণে নিবন্ধন কার্যক্রম। পুরাতন নিয়োগকর্তা ছাড়াই নিয়মিত হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা।বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিত করার বিষয়ে এক অবহিতকরণ সভায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভির খান এ তথ্য জানান। সভায় জানানো হয়, অনিয়মিত বাংলাদেশিদের প্রত্যেককে নতুন নিয়োগকর্তা ও প্রয়োজনীয় ডকুমেন্টসহ দূতাবাসে আবেদন করতে হবে। প্রতি মাসের প্রথম ও তৃতীয় সপ্তাহের মঙ্গলবার ও বৃহস্পতিবার এই দুই দিন আবেদনপত্র জমা নেওয়া হবে। এদিন বিপুল সংখ্যক বাংলাদেশি নিয়মিতকরণ বিষয়ে বিস্তারিত জানতে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করেন। দূতাবাসের তথ্যমতে নারী-পুরুষ মিলিয়ে দেশটিতে প্রায় ৩০ হাজার অনিয়মিত বাংলাদেশি কর্মী অবস্থান করছেন।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের বার্ষিক বনভোজন

কুয়েতে বাংলাদেশি প্রবাসী নারীদের সংগঠন উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।কুয়েত সিটি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে আবদালিতে এ বনভোজন অনুষ্ঠিত হয়। শীতের মনোরম আবহাওয়ায় শিশু, কিশোর, তরুণ-তরুণী এবং নবীন প্রবীণ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এ যেন ছিল এক আবেগঘন আনন্দ আয়োজনে এক একটু বাংলাদেশ । উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন-কুয়েত আয়োজিত বার্ষিক বনভোজনে সকালের নাস্তা, মধ্যাহ্নভোজ আর ডিনারের মাধ্যমে দিনব্যাপী আয়োজনে কারো যেন কোন ক্লান্তি ছিল না। এর পাশাপাশি কমিউনিটির মানুষের মধ্যে দলে দলে আড্ডা আর গল্পে মুখরিত হয়ে ওঠেছিল বিশালাকার বনভোজন স্পট। দুপুরের মধ্যাহ্ন ভোজের পর আয়োজিত অনুষ্ঠানে শিশু, কিশোর, পুরুষ, নারীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। এই ইভেন্টের মাধ্যমে সকলের মুখে হাসি ফুটে ওঠে সদ্য ফোটা গোলাপের ন্যায়। উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের উপদেষ্টা ডা: বুশরা হাবিব বলেন- উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রতি বছর এ ধরনের আয়োজন করা হোক। অন্তত এ ধরনের আয়োজনে ভবিষ্যৎ প্রজন্মের প্রবাসী বাচ্চারা বাঙালির সমাজ, সংস্কৃতি আর তার গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে খুঁজে পাবে।

post
এনআরবি বিশ্ব

স্পেনে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত

বন্ধুসূলভ মহিলা সংগঠনের উদ্যোগে স্পেনে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব।সংগঠনের সভাপতি শিউলি আক্তারের সভাপতিত্বে বার্সেলোনার স্থানীয় একটি হলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন জান্নাতুল ফেরদৌস নিগার, মিতু এবং কিশমা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের মিনিস্টার পলিটিক্যাল ও ডেপুটি চিপ আবদুর রউফ মন্ডল,সিটি কমিশনার ইভান পেরা ইসরাত, সিউতাত ভেইয়ার কাউন্সিলর সোনিয়া বেলত্রান,কাতালুনিয়ার পার্লামেন্টের সাবেক এমপি মারিয়া দান্তে, সাহেদুল সুহেদ, খাদিজা আক্তার মনিকা, নজরুল ইসলাম চৌধুরী,আফাজ জনি ,শফিক খাঁন, কামরুজামান,শফিকুর রহমান, সালাহ উদ্দিন সহ স্হানীয় কমিউনিটি সদস্যরা। পিঠা উৎসবে নানা নামের বাহারি নকশার মুখরোচক পিঠার মধ্যে ভাপা পিঠা, নারিকেল দুধ পুলি সহ বিভিন্ন স্বাদের পিঠা ছিল।

post
এনআরবি বিশ্ব

ওমানে প্রবাসীদের সিআইপি সংবর্ধনা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ

ওমানে প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স অ্যাওয়ার্ড ও সিআইপি সংবর্ধনা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ করে দেশের অর্থনীতিতে অবদান রাখা ব্যক্তিদের মূল্যায়নে এ আয়োজন করে ব্যাংকটির ওমান শাখা।ওমান থেকে বৈধ পথে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ৩০জন প্রবাসীকে এই সংবর্ধনা দেয়া হয়। ইসলামী ব্যাংকের কান্ট্রি কোওর্ডিনেটর এ.এইচ.এম তোফায়েলের সভাপতিত্বে মাস্কাটের একটি পাঁচ তারকা হোটেলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটির বাংলাদেশ দূতাবাসের লেবার উইং কাউন্সিলর মোহাম্মদ রাফিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক সহ ওমানের বিভিন্ন এক্সেচেঞ্জ হাউজের প্রধান,সামাজিক সংগঠনের সদস্য ও ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা।

post
এনআরবি বিশ্ব

রফতানি দ্বিগুণ করতে কাজ করছে সরকার: জার্মানিতে নানক

বাংলাদেশ থেকে রপ্তানিজাত পণ্য বহুমুখীকরণের লক্ষ্যে পাটজাত এবং হস্তশিল্পের পণ্যের রফতানি বৃদ্ধি করতে কাজ করছে সরকার। জার্মানির ফ্রাঙ্কফুর্টে চলমান পাঁচ দিনব্যাপী গৃহস্থালির পণ্য সামগ্রীর আন্তর্জাতিক মেলা ‘আম্বিয়ান্তে ফ্রাঙ্কফুর্টে’ অংশগ্রহণ করে এ কথা বলেছেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এ খাতে রপ্তানি দ্বিগুণ করতে সরকার বিশেষ নজর দেবে বলেও জানিয়েছেন তিনি। এ বছর আম্বিয়ান্তে ফ্রাঙ্কফুর্টে ১৭০টি দেশের প্রায় পাঁচ হাজার কোম্পানি অংশ নিয়ে পণ্য প্রদর্শন করছে। বাংলাদেশে উৎপাদিত প্লাস্টিক, পাট, সিরামিক এবং হস্ত শিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে মেলায়। বাংলাদেশ থেকে আসা কোম্পানিগুলোর মধ্যে, রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সহায়তায় ১২টিসহ মোট ৫৯ টি কোম্পানি অংশ নিয়েছে। মেলার শুরুর দিন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) স্টল উদ্বোধন করে পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। রফতানি উন্নয়ন ব্যুরোর স্টল এর সার্বিক তত্ত্বাবধানে করছেন জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্শিয়াল) সাইফুল ইসলাম। পাট ও বস্ত্রমন্ত্রী ফ্রাঙ্কফুর্ট মেলার হেড অফ ইন্টারন্যাশনাল স্টেফান সুনদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন মেলার দক্ষিণ এশিয়ার প্রধান কর্মকর্তা ওমর সালাউদ্দিন। সাক্ষাতে পরবর্তী মেলায় বাংলাদেশের আরও বৃহৎ পরিসরে অংশগ্রহণের ব্যাপারে উভয় পক্ষ থেকে আশ্বাস ব্যক্ত করা হয়।

post
এনআরবি বিশ্ব

লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বি—বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের ইম্প্রেসন ইভেন্ট ভেনুতে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন জুবায়ের—তাইসির ও নাহাস—মুসলেহ এলায়েন্স। নির্বাচনে কোন এলায়েন্স একক সংখ্যা গরিষ্ঠতা পায় নি। এতে ১৪১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জুবায়ের, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাহাস পাশা পেয়েছেন ১৩৯ ভোট। ১২৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তাইসির মাহমুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোসলেহ আহমেদ পেয়েছেন ১২৩ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী জি আর সোহেল পেয়েছেন ৫৭ ভোট। ১৫৭ ভোট পেয়ে ট্রেজারার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালেহ আহমদ, নিকটতম প্রতিদ্বন্দ্বি আবদুল কাদির মুরাদ পেয়েছেন ১২২ ভোট।১৯১ ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার তারেক চৌধুরী,১৪৩ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সায়েম চৌধুরী, ১৪৩ ভোট পেয়ে সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রেজাউল করিম মৃধা। আর ১৫৬ ভোট পেয়ে সহকারী ট্রেজারার নির্বাচিত হয়েছেন ইব্রাহীম খলিল । ১৬৮ ভোট পেয়ে অর্গেনাইজিং সেক্রেটারী নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আকরামুল হোসেন।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মালয়েশিয়ায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পাঁচ তারকা হোটেলে আনন্দঘন পরিবেশে কেক কেটে এ উদযাপন করে সংগঠনটির মালয়েশিয়া শাখা। শুরুতেই কোরআন তিলাওয়াত এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের জন্য দোয়া করেন সহসভাপতি সিদ্দিকুর রহমান । বঙ্গবন্ধু ফাউন্ডেশন  মালয়েশিয়ার শাখা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির এর সঞ্চালনায় উনুষ্ঠানের সভাপতিত্ব করেন সভাপতি দাতু আব্দুল রউফ লিটন। আলোচনা সভায় বক্তারা বলেন, ৭৫ এ ঘাতকরা বাংলাদেশকে আবার পাকিস্তান বানানোর জন্য বঙ্গবন্ধু ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করে। তবে আল্লাহর রহমাতে বেঁচে যান তার সুযোগ্য দুই কন্যা। কিন্তু এখনো দেশি বিদেশি ষড়যন্ত্র চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার। আমাদের সকালকে ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলকে একসাথে কাজ করতে হবে।

post
এনআরবি বিশ্ব

আওয়ামী লীগের বিজয়ে রিয়াদে আনন্দ উৎসব অনুষ্ঠিত

আওয়ামী লীগের বিজয়ে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগ, মহানগর যুবলীগ ও জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।ফ্রেন্ডস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক শহিদ মাতবরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহসভাপতি বীর মুক্তি যোদ্ধা গোলাম মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ওমর রিয়াজ , শাজাহান চঞ্চল, আব্দুল হামিদ খাঁন, আব্দুল হালিম মাদবর, শিক্ষক খাদেমুল ইসলাম ও অধ্যাক্ষ দেলওয়ার হোসেনসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

জেদ্দায় পিঠা উৎসব ও লোক সংগীত অনুষ্ঠিত

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল উদ্যোগে, পিঠা উৎসব ও লোক সংগীত অনুষ্ঠিত হয়েছে।কনস্যুলেট প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল মোঃ নাজমুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন কনস্যুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী,সামাজিক,সাংস্কৃতিক রাজনৈতিক ও সাংবাদিক।

post
এনআরবি বিশ্ব

অস্টেলিয়াতে বাড়ছে প্রবাসী বাংলাদেশীদের ব্যবসা প্রতিষ্ঠান

অস্টেলিয়াতে দিন দিন বাড়ছে প্রবাসী বাংলাদেশীদের ব্যবসা-বাণিজ্যে। পুরুষদের সঙ্গে সমান তালে এগোচ্ছে নারী উদ্যোক্তারাও। তবে দেশটিতে প্রবাসী নারীদের জন্য স্বতন্ত্র কোন সংগঠন না থাকায় পিছিয়ে পড়ছেন অনেকে। তাই তাদের স্বামলম্বী করে তুলতে কাজ শুরু করছেন কিছু প্রবাসী নারী সংগঠক। অভিবাসন বা উচ্চ শিক্ষার জন্যে অস্ট্রেলিয়াতে বসবাস করছেন প্রায় লাখো বাংলাদেশী। দেশটির প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে বাংলাদেশীদের অবস্থান। ব্যবসা-বাণিজ্যেও বড় সফলতা পাচ্ছেন তারা।অষ্ট্রেলিয়ায় পুরুষদের সাথে পাল্লা দিয়ে বাড়ছে  প্রবাসী বাংলাদেশী নারীদের ব্যবসা প্রতিষ্ঠানও। পরিশ্রমী এ নারীরা পাচ্ছেন ব্যবসায়ীক সফলতা।তবে উন্নত বিশ্বের দেশটিতে সামাজিকতার কারণে পিছিয়ে পড়ছেন অনেক নারী। তাই তাদের জন্যে কাজ করছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ওমেন্স চেম্বার অব কমার্স নামের সংগঠন। সংগঠনটির লক্ষ্য,ওশেনিয়ার দেশটিতে বাংলাদেশী নারীদের আরো বেশি সংখ্যক উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করা। আর সেই কাজে সহযোগিতা করছেন দেশটি প্রবাসী বাংলাদেশিরাও।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.