চীনে ঐতিহ্যবাহী ব্যাঙ উৎসব
চীন প্রতিনিধি এম এস ইসলাম জানান,উৎসবটি গুয়াংশি স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত তংলান কাউন্টির বাইং গ্রামে অনুষ্ঠিত হয়। উৎসব উদযাপনে সার্বিকভাবে সহয়তা করে তংলান কাউন্টির স্থানীয় প্রশাসন। উৎসবে অংগ্রহণকারী বিদেশি পর্যটকরা ব্রোঞ্জ ড্রাম পিটিয়ে, ব্যাঙের নাচ ও বাঁশের খুঁটি নাচের অভিজ্ঞতা অর্জন করেন। ১০ হাজারের বেশি চীনা ও বিদেশি পর্যটক প্রাচীন এ সংস্কৃতি উপভোগ করেন।