post
বিনোদন

‘প্রেম প্রীতির বন্ধন’-এ অপু বিশ্বাসের নায়ক জয় চৌধুরী

ক্যারিয়ারে দীর্ঘ বিরতির পর আবারও সক্রিয় হয়েছেন নায়িকা অপু বিশ্বাস। তরুণ প্রজন্মের আলোচিত নায়ক জয় চৌধুরীর সঙ্গে ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস নতুন ছবিতে জুটি বাঁধলেন। নাম ‘প্রেম প্রীতির বন্ধন’। উপমা কথাচিত্রের ব্যানারে নির্মিত ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন তারা।‘প্রেম প্রীতির বন্ধন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন নবাগত পরিচালক সোলায়মান আলী লেবু। ১৭ মে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৯ নম্বর ফ্লোরে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। এদিন থেকেই এফডিসিতে ১২ দিনের টানা শুটিং শুরু হচ্ছে। শেষ লট হবে কুষ্টিয়াতে।সিনেমাটি নিয়ে অপু বিশ্বাস বলেন, নতুনদের মধ্যে জয় ভালো কাজ করছে। কাজের প্রতি খুব আন্তরিক। এই চেষ্টাটা ধরে রাখলে আগামী দিনে সে আরও ভালো করবে। আমাদের নতুন ছবিটির গল্প সুন্দর। দর্শকরা এটি পছন্দ করলে কাজের সার্থকতা আসবে।জয় চৌধুরী বলেন, “অপু দিদির সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছি। আমি খুব আনন্দিত। সিনেমাটি রোমান্টিক গল্পের। নির্মাণেও বেশ চমক থাকছে। সিনেমাটির সবার ভালোবাসা কামনা করছি। আশাকরি দর্শকদের ভালো একটা সিনেমা উপহার দিতে পারব।’এর আগে ‘হিটম্যান’ সিনেমায় অপু বিশ্বাসের সহশিল্পী হিসেবে কাজ করেছিলেন জয় চৌধুরী। তবে মূল নায়ক ছিলেন শাকিব খান।অপু-জয় ছাড়াও অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিনিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।অপু বিশ্বাস অভিনীত নির্মাণধীন রয়েছে ‘ছায়াবৃক্ষ’ সিনেমা। মুক্তির অপেক্ষায় আছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ ও কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা সুবীর মণ্ডল পরিচালিত ‘শর্টকাট’ সিনেমা। অন্যদিকে জয় চৌধুরী অভিনীত মুক্তির অপেক্ষায় ‘আয়না’, ‘আনন্দ অশ্রু’, ‘অমানুষ হলো মানুষ’, ‘ভালবাসি কত বোঝাবো কেমনে’, ‘এক পশলা বৃষ্টি’, ‘অবাস্তব ভালবাসা’ ও ‘কাকতাড়ুয়া’।

post
বিনোদন

সঙ্গীত পরিচালকে মামলার হুমকি দিলেন নোবেল

ফেসবুকে প্রায়ই বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় সারেগামাপা খ্যাত বাংলাদেশের গায়ক মঈনুল আহসান নোবেল। কখনো রকস্টার জেমসকে, কখনো বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিষয় নিয়ে কটূক্তি করে পোস্ট আসে তার ‘নোবেলম্যান’ নামের পেজ থেকে। সমালোচনা শুরু হলে পরে জানা যায় আইডি হ্যাক হয়েছে নোবেলের। দিন কয়েক আগেও একই ঘটনা দেখা গেল নোবেলের ফেসবুক পেজে। পেজ হ্যাক হয়েছে দাবি করে সেটি উদ্ধার করেছেন তিনি৷এবার, সংগীত পরিচালক আহমেদ হুমায়ূনের সঙ্গে গানের মালিকানা নিয়ে বিবাদে জড়িয়েছেন নোবেল। নোবেল তার পেজে নতুন গান 'মেহেরবান' এর প্রচারণা চালাচ্ছেন। সেখানে গানটির পরিচয় দিতে গিয়ে তিনি সুর ও সংগীতে নিজের নাম উল্লেখ করেছেন। তবে আগে থেকেই এটা প্রকাশিত যে 'মেহেরবান' গানটি গাইছেন নোবেল, আর সুর ও সংগীতে ছিলেন আহমেদ হুমায়ূন। তাই তার নাম বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আহমেদ হুমায়ূন। আহমেদ হুমায়ূন নিজের ফেসবুকে এ ব্যাপারে লিখেছেন, ‘এই শাস্তি আমার জন্য খুব দরকার ছিল। কারণ পাপ আমি করেছি শাস্তি তো আমাকেই পেতে হবে। এক অমানুষ মানুষ করার দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু ভুলেই গেছিলাম অমানুষ তো আর মানুষ হবার নয়। এই অপরাধে আপনারা আমাকে শাস্তি দিন। যার যা মন চায় তাই শাস্তি দিন। আমি মাথা পেতে নেব।’এদিকে এ সংগীত পরিচালকের বিরুদ্ধে মামলার হুমকি দিয়ে পাল্টা দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন নোবেল৷ সেখানে তিনি লেখেন, ‘হায়রে হুমায়ূন! তুমি জানি কে? কোনোদিন তো তোমার নামও শুনি নাই আগে! তিনবার রিজেক্ট করার পর হাতে পায়ে ধরে ‘অভিনয়’ গাওয়াইছো! তাও আবার ৯ লাখ টাকা খরচ করে। জীবনে ৬০০ গান করছো! পরে শুনে দেখলাম, অর্ধেকের বেশি গানের সুর নকল! হাহাহা!! ‘কিং খান’ থেকে শুরু করে ডিরেক্টর ‘ইফতেখার চৌধুরী’ সবার সাথেই কাজ করছো। ভালো কথা। তবুও একটা হিট গানের নাম জিজ্ঞাস করলে এক বাক্যে বলতে বাধ্য তুমি! বলো তো কি গান? ‘অভিনয়!!’ তাইনা ছোটো ভাই? ১৮ বছরের ক্যারিয়ারে করছো টা কি তুমি?! সেই নোবেলকে তুমি বাপ তুলে গালি দাও?! কত বড় অকৃতজ্ঞ মানুষ তুমি!! তোমার কত মাসের বাড়ি ভাড়া দিছি আমি, ভুলে গেছো? ব্যাপার না। গরীবদের দান করতে আমি ভালোবাসি। নিজে তো অভাবে পড়ে রাজশাহী ভাগছো ঘটিবাটি নিয়ে। বউও ভাগছে অন্য পোলার সাথে। গাড়িটাও নিয়ে গেছে। তোমার পুরুষত্য নিয়ে প্রশ্ন আছে আমার! ‘মেহেরবান’ গানের ৫০% সুর-সংগীত আমার করা লাগছে। তুমি নিজে স্বীকার করেছো হুমায়ূন! মামলা খাওয়ার জন্য রেডি থাকো! স্ক্রিনশট দিয়ে দিলাম! সবাই দেখো, কি নোংরা কথা বলছে আমাকে!'এদিকে আহমেদ হুমায়ূনের বিরুদ্ধে মামলার হুমকি দিয়ে পাল্টা আরেকটি স্ট্যাটাস দিয়েছেন নোবেল।নোবেল ২০১৯ সালে ভারতের জি-বাংলা টিভির রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে অংশ নিয়ে বাংলাদেশের পাশাপাশি ভারতেও পরিচিতি পান। এতে তিনি তৃতীয় হয়েছিলেন।উল্লেখ্য, এই আহমেদ হুমায়ূনের হাত ধরেই সে দেশের ঐতিহ্যবাহী সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডেটেকের সঙ্গে একাধিক গানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নোবেল।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.