‘প্রেম প্রীতির বন্ধন’-এ অপু বিশ্বাসের নায়ক জয় চৌধুরী
ক্যারিয়ারে দীর্ঘ বিরতির পর আবারও সক্রিয় হয়েছেন নায়িকা অপু বিশ্বাস। তরুণ প্রজন্মের আলোচিত নায়ক জয় চৌধুরীর সঙ্গে ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস নতুন ছবিতে জুটি বাঁধলেন। নাম ‘প্রেম প্রীতির বন্ধন’। উপমা কথাচিত্রের ব্যানারে নির্মিত ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন তারা।‘প্রেম প্রীতির বন্ধন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন নবাগত পরিচালক সোলায়মান আলী লেবু। ১৭ মে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৯ নম্বর ফ্লোরে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। এদিন থেকেই এফডিসিতে ১২ দিনের টানা শুটিং শুরু হচ্ছে। শেষ লট হবে কুষ্টিয়াতে।সিনেমাটি নিয়ে অপু বিশ্বাস বলেন, নতুনদের মধ্যে জয় ভালো কাজ করছে। কাজের প্রতি খুব আন্তরিক। এই চেষ্টাটা ধরে রাখলে আগামী দিনে সে আরও ভালো করবে। আমাদের নতুন ছবিটির গল্প সুন্দর। দর্শকরা এটি পছন্দ করলে কাজের সার্থকতা আসবে।জয় চৌধুরী বলেন, “অপু দিদির সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছি। আমি খুব আনন্দিত। সিনেমাটি রোমান্টিক গল্পের। নির্মাণেও বেশ চমক থাকছে। সিনেমাটির সবার ভালোবাসা কামনা করছি। আশাকরি দর্শকদের ভালো একটা সিনেমা উপহার দিতে পারব।’এর আগে ‘হিটম্যান’ সিনেমায় অপু বিশ্বাসের সহশিল্পী হিসেবে কাজ করেছিলেন জয় চৌধুরী। তবে মূল নায়ক ছিলেন শাকিব খান।অপু-জয় ছাড়াও অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিনিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।অপু বিশ্বাস অভিনীত নির্মাণধীন রয়েছে ‘ছায়াবৃক্ষ’ সিনেমা। মুক্তির অপেক্ষায় আছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ ও কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা সুবীর মণ্ডল পরিচালিত ‘শর্টকাট’ সিনেমা। অন্যদিকে জয় চৌধুরী অভিনীত মুক্তির অপেক্ষায় ‘আয়না’, ‘আনন্দ অশ্রু’, ‘অমানুষ হলো মানুষ’, ‘ভালবাসি কত বোঝাবো কেমনে’, ‘এক পশলা বৃষ্টি’, ‘অবাস্তব ভালবাসা’ ও ‘কাকতাড়ুয়া’।