প্রায় তিন বিলিয়ন ডোজ দেয়ার পর বন্ধ করে দেয়া হলো অক্সফোর্ডের আস্ট্রাজেনিকা কভিড ভ্যাকসিন।
সেবা তুলে নেয়ার পর আস্ট্রাজেনিকা জানিয়েছে, তারা কভিডকালীন সময়ে মানুষের সেবা করতে পারায় গর্বিত। তবে কভিড টিকা সেবাকে বাণিজ্যিকভাবে পরিচালনা করতে চায় উল্লেখ করে বলা হয়েছে, সেজন্য কভিড টিকা আপাতত তুলে নেয়া হয়েছে। এছাড়া কভিডের ধরণ বদলেছে উল্লেখ করে প্রতিষ্ঠানটি বলেছে, ভ্যাকসিনের নতুন ভার্সন নিয়ে আসবে তারা। কভিডকালীন সময়ে আস্ট্রাজেনিকা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে রক্ত জমাট বাঁধাসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়।