দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য অর্থ সংগ্রহ করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (২৩ আগস্ট) সরেজমিনে দেখা গেছে, বরিশাল নগরীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করা হচ্ছে। স্বেচ্ছাসেবক হিসেবে সেখানে অনেক শিক্ষার্থী কাজ করছেন। ত্রিপুরার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল চাপ ও অবিরাম বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন বিভিন্ন জেলার মানুষ।এতে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন লাখ লাখ মানুষ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফান্ড সংগ্রহ ছাড়াও শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন হল ও এলাকাবাসির থেকে বন্যার্তদের জন্য পুরনো পোশাক সংগ্রহ করছে। যা বন্যার্তদের মাঝে বিতরণ হবে বলে জানা যায়।
প্রথম আলো বন্ধু সভা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শাখার সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম বলেন, আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বন্যার্তদের সাহায্য সহযোগিতায় ফান্ড কালেকশন করতেছি।তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম আলো বন্ধুসভা ও ৭১'র চেতনা একত্রে বরিশাল শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষের দারে দারে ঘুরে ফান্ড কালেকশন করেছি।বাংলাদেশের সকল মানুষ বানবাসিদের সহযোগিতায় যেভাবে এগিয়ে এসেছে সেখানে আমরা সামান্য হলেও অবদান রাখতে চাই।এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে বন্যাদুর্গত মানুষদের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানাই।