সুইজারল্যান্ডে ১০০ টিরও বেশি দেশ ও সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ইউক্রেইন শান্তি সম্মেলন। কয়েক ডজন দেশ এ সম্মেলনে রাশিয়ার শুরু করা যুদ্ধ অবসানে যে কোনও শান্তিচুক্তির ভিত্তি হিসাবে ইউক্রেইনের ভূখন্ডগত অখন্ডতাকে সমর্থন দিয়েছে। দুই দিনের এই সম্মেলন শেষের চূড়ান্ত ঘোষণাপত্রে ইউক্রেইন যুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং মানুষের দুর্ভোগের জন্য রাশিয়ার কড়া সমালোচনা করা হয়েছে। তবে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং সৌদি আরবসহ কয়েকটি দেশ এ ঘোষণাপত্র সই করেনি। বিবিসি জানায়, ইউক্রেইন যুদ্ধ শেষ করতে সহায়ক একটি প্রক্রিয়ায় যত বেশি সম্ভব সমর্থন জোগাড়ের উদ্দেশে আয়োজন করা হয়েছিল এই শান্তি সম্মেলন। বহু দেশ এবং সংগঠন যোগ দিলেও এ সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি এবং রাশিয়ার সবচেয়ে বড় সমর্থক দেশ চীন সম্মেলনে উপস্থিত ছিল না। সে কারণে এই সম্মেলন কতটুকু সার্থক হল তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই।