কুয়েতের বাংলাদেশ দূতাবাসকে আধুনিকীকরন করাসহ প্রবাসীবান্ধব হিসেবে গড়ে তোলা হবে বলে জানালেন, নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
সোমবার দেশটির মিসিলাস্থ বাংলাদেশ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। এর আগে দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত। প্রবাসীদের দোরগোড়ায় কনসুল্যার সেবা পৌছে দিতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান কনস্যুলার সেবা চালুর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। এছাড়াও, দেশটির সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের প্রত্যাশাও ব্যক্ত করেন বাংলাদেশের এই কূটনীতিক। এসময় প্রবাসী বাংলাদেশীদের কুয়েতের আইন-কানুন মেনে চলার পাশাপাশি বৈধ চ্যানেলে দেশে অর্থ প্রেরণের অনুরোধ জানান নবনিযুক্ত রাষ্ট্রদূত।