বিশেষ প্রতিবেদন

নওগাঁ বিলের নতুন রাস্তায় বদলে গেছে লাখো মানুষের জীবনযাত্রা

post-img

বর্তমান সরকারের উন্নয়নে নওগাঁ জেলার সদর উপজেলার বিল এলাকার মধ্য দিয়ে রাস্তা নির্মাণ হওয়ায়, চার ইউনিয়নের লক্ষাধিক মানুষের জীবনযাত্রা বদলে গেছে। সহজ হয়েছে কৃষিপণ্য পরিবহন ব্যবস্থা। নতুন রাস্তার ফলে এখন বর্ষাকালেও সদরের সাথে যোগাযোগ থাকে সরাসরি।নওগাঁ সদর উপজেলার দুবলহাটী ও হাসাইগাড়ি ইউনিয়নের প্রায় ৩০ কিলোমিটার বিস্তীর্ণ বিল এলাকা বর্ষা মৌসুমসহ অধিকাংশ সময় পানিবন্দী থাকে। অত্র এলাকার মানুষের চলাচল একমাত্র মাধ্যম ছিল নৌকা। নিত্য প্রয়োজনীয় কাজ সারতে বা হাট-বাজার যাতায়াত করতে হলো পানিপথে। আবার শুকনো মৌসুমে মাঠে ধরে হাঁটা পথ ছাড়া কোন বিকল্প ছিলো না।

বর্তমানে গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের আওতায় বিলের মাঝ দিয়ে রাস্তা নির্মিত নতুন দিগন্ত খুলেছে এই জনপদে। সদর উপজেলার গুটিয়ার বিল,দিঘলী বিল, হাসাইগাড়ি বিল, মুনসুর বিল ও পাকুড়িয়া বিলের মধ্য দিয়ে বিভিন্ন এলাকারা সাথে সংযোগকারী ১০টি নতুন রাস্তা নির্মাণ হওয়ায় পাল্টে গেছে ৪ ইউনিয়নের লক্ষাধিক মানুষের জীবনযাত্রা।

নওগা সদরের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান জানালেন, সম্পূর্ণ নতুনভাবে নির্মাণ করা হয়েছে ১৮ কিলোমিটার রাস্তা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আন্তরিকতা এই উন্নয়ন সম্ভব হয়েছে বলে জানালেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।বিল এলাকার নতুন রাস্তাগুলোর পাশে গাছ লাগানোসহ অবিলম্বে পাঁকাকরণের দাবি স্থানীয় জনসাধারনের।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.