PeopleNTech Business Hosting
বাংলাদেশ হবে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ : পলক

বাংলাদেশ হবে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ : পলক


upload news

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে মেধা নির্ভর অর্থনীতির দেশ, ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ।

রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ বিজনেস সামিট অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ট্রিলিয়ন ডলার জার্নি নিয়ে করা প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে আমাদের জিডিপি’র আকার ৮৬৮ বিলিয়ন ডলার। আমাদের লক্ষ্য এখন এক ট্রিলিয়ন ডলারে পৌঁছা। এজন্য আমরা ২০২৫ সালের মধ্যে একটা স্টার্টআপ ইকো সিস্টেম গড়ে তুলবো। প্রতিষ্ঠা করা হচ্ছে ৫ হাজার স্টার্টআপ। এই স্টার্টআপগুলো ৩০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে। এর মধ্যে গড়ে উঠবে ৫টি ইউনিকর্ণ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবসায় পরিবেশ তৈরির সুফল তুলে ধরে তিনি বলেন, বিকাশ এখন মোবাইল ফাইন্যান্সিয়ালে চ্যাম্পিয়ন, সবার হাতেই এখন একটা করে মোবাইল আছে। বাংলাদেশে এখন সরাসরি বিদেশী বিনিয়োগ এসেছে। কোভিডে ই-কমার্স বাণিজ্যের লাইফলাইনে পরিণত হয়েছে। আমাদের এখন লক্ষ্য ইনোভেশন ইকো সিস্টেম গড়ে তোলা। কৃষি, পোশাক ও প্রবাসী আয়ই ছিলো এতোদিন আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু এখন শ্রমনির্ভর থেকে আমরা প্রযুক্তি নির্ভর হয়েছি। আমরা মনে করি, ওই সময়ের মধ্যে আমাদের উদ্ভাবক ও তরুণ উদ্যোক্তারা চাকরি না খুঁজে চাকরি দাতা হবে। সমস্যা না দেখে আরো সমস্যার সমাধানকারী তৈরি করবো। সবশেষে আমরা স্টার্টআপ ইকো সিস্টেম গড়ে তুলবো।

পলক বলেন, গত ৫ বছরে ৭০ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ৩০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছে। গত ৬ বছরে ২৫০০ স্টার্টআপ সাড়ে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছে। এই অংক মিলিয়ে নিলে ৭০ লাখ উদ্যোক্তার প্রত্যেকে গড়ে ৬ জনের চাকরি সৃষ্টি করেছে। কিন্তু একেকটি স্টার্টআপ ৬০০ জনের বেশি জব সৃষ্টি করেছে। তাই আমরা স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলে ২০৪১ সলের মধ্যে এই খাত থেকে ২০ শতাংশ জিডিপি আয়ে সক্ষম হবো।

পলক বলেন, অবশ্যই আমাদের সরকার-ব্যবসায়ী এবং শিক্ষাবিদদের মধ্যে সমন্বয় থাকতে হবে। স্মার্ট বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির সম্ভাবনার দুয়ার খোলার আলোচনায় শিক্ষাবদিদের অন্তর্ভূক্তির ওপর গুরুত্বারোপ করেন তিনি ।

সর্বশেষ



G-Suite Email by Google Cloud

Ads


সংবাদ


Ads