সিলেটে, আসন্ন বালাগঞ্জ উপজেলা নির্বাচনকে সামনে রেখে,চেয়ারম্যান প্রার্থী আনহার মিয়ার সমর্থনে,যুক্তরাজ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দেশটিতে বসবাসরত সিলেটের বালাগঞ্জবাসীর উদ্যোগে,লন্ডনের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। প্রবাসী বোয়ালজুর ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি, আনসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, আব্দুল মতিন তালুকদার ও সেলিম আহমেদ লুদু। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন,চেয়ারম্যান প্রার্থী আনহার মিয়া। এসময় আরও বক্তব্য রাখেন, বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি আনহার মিয়া,শ্রী রবিন পাল,নুরুল হক নূর আলী, আব্দুস সামাদ চৌধুরী সহ অনেকে।