বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও যুক্তরাজ্যের বৃহত্তম লন্ডন বইমেলায় ‘সিক্রেট ডকুমেন্ট অন বঙ্গবন্ধু’ গ্রন্থের আন্তর্জাতিক সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ হাইকমিশন, লন্ডন ও বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়।
স্থানীয় সময় মেলার বঙ্গবন্ধু প্যাভিলিয়নে গত বুধবার যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় প্রকাশক টেলর অ্যান্ড ফ্রান্সিস প্রকাশিত বইটির ৮, ৯ এবং ১০ম খণ্ডের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, টেলর অ্যান্ড ফ্রান্সিসের পরিচালক জেরেমি নর্থ, বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, যুক্তরাজ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ এবং হাক্কানি পাবলিশার্সের স্বত্বাধিকারী গোলাম মোস্তফা ‘সিক্রেট ডকুমেন্ট অন বঙ্গবন্ধু’ গ্রন্থের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এবারই প্রথম বাংলাদেশ লন্ডন বইমেলায় অংশ নিয়েছে এবং জাতির পিতাকে উৎসর্গ করে ‘বঙ্গবন্ধু প্যাভিলিয়ন’ স্থাপন করা হয়েছে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২৫ হাজারের বেশি প্রকাশক, লেখক এবং পুস্তক সমালোচক তাদের বই এবং অন্যান্য প্রকাশনা নিয়ে লন্ডন বইমেলায় অংশ নেন।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৮ জানুয়ারি ১৯৭২ সালের আন্তর্জাতিক সংবাদ সম্মেলনের স্থল ক্লারিজেস হোটেলে গত নভেম্বরে লন্ডন হাইকমিশনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঐতিহাসিক দলিলের আন্তর্জাতিক সংস্করণের প্রথম সাত খণ্ডের মোড়ক উন্মোচন করেছিলেন। এবার টেলর এবং ফ্রান্সিসের সহযোগিতায় লন্ডন বইমেলায় ‘সিক্রেট ডকুমেন্টস’র আরও তিনটি খণ্ডের আন্তর্জাতিক সংস্করণের মোড়ক উন্মোচন হলো।
সাইদা মুনা তাসনিম বলেন, ‘সিক্রেট ডকুমেন্টস’ বইটিকে যুক্তরাজ্যের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচার ও গবেষণার জন্য এবং ব্রিটিশ-বাংলাদেশি তরুণ প্রজন্ম যেন বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের ঐতিহাসিক তথ্য সম্পর্কে জানতে পারে সেজন্য কমিউনিটি লাইব্রেরিতে বিতরণের লক্ষ্যে আমরা টেলর এবং ফ্রান্সিসের সঙ্গে কাজ করছি।
‘সিক্রেট ডকুমেন্টস’ বইটিকে বিশ্বের স্বাধীনতাকামী মানুষের জন্য একটি অনুসরণীয় ম্যানুয়াল হিসেবে উল্লেখ করেন নজরুল ইসলাম খান।