post
টেক মেন্টর

ফেসবুক ব্যবহারে এখন প্রতিমাসে লাগবে ১২৫০ টাকা

নতুন নিয়ম করতে যাচ্ছে ফেসবুক। এখন থেকে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি চালাতে হলে প্রতিমাসে পরিশোধ করতে হবে ১১ দশমিক ৯৯ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২৫০ টাকারও বেশি। খবর বিবিসির।তবে এ টাকা পরিশোধ করতে হবে ‘ব্লু টিক ভেরিফিকেশন’ সুবিধা নেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো। এদিকে আইফোন ব্যবহারকারীদের বেলায় এ খরচ আরেকটু বেশি। তাদের পরিশোধ করতে হবে ১৪ দশমিক ৯৯ ডলার। এ সপ্তাহে প্রথম এটি চালু করা হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে।মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, এই পদক্ষেপের ফলে সোশ্যাল মিডিয়া অ্যাপের নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্যতা বাড়বে।এর আগে টুইটারের মালিক ইলন মাস্কও গত বছরের নভেম্বরে অর্থের বিনিময়ে ব্লু ব্যাজ পাওয়ার ব্যবস্থা চালু করেন।মেটার এই সাবস্ক্রিপশন সেবা এখনো পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য উন্মুক্ত করা হয়নি। তবে যে কোন ব্যক্তি অর্থ দিয়ে ভেরিফিকেশন ব্যাজ পেতে পারেন।যাদের খ্যাতি বা পরিচিতি আছে তাদের প্রোফাইলে ব্যাজ বা ‘ব্লু টিক’ দেয়া হয় একাউন্টটি যে আসল তা বোঝানোর জন্য।মেটা তাদের ওয়েবসাইটে এক পোস্টে জানিয়েছে, যারা অর্থের বিনিময়ে সাবস্ক্রাইবার হবেন, তাদের ব্লু ব্যাজ দেয়া হবে এবং সেই সঙ্গে তাদের পোস্ট অনেক বেশি মানুষ দেখতে পাবেন। কেউ যেন তাদের নামে ভুয়া একাউন্ট করতে না পারেন, সেই সুরক্ষা পাবেন এবং তারা অনেক সহজে গ্রাহক সেবা পাবেন।মেটা আরও জানিয়েছে, আগে থেকে যেসব ভেরিফায়েড একাউন্ট আছে, এই পরিবর্তনের কোন প্রভাব তাদের ওপর পড়বে না। তবে মেটা বলেছে, যারা অর্থের বিনিময়ে ভেরিফায়েড একাউন্ট করেছেন, ফলোয়ার কম হলেও তাদের পোস্ট অনেক বেশি দেখা যাবে।এজে/

post
টেক মেন্টর

আজকের তরুণ-তরুণী ভবিষতের স্মার্ট বাংলাদেশের কর্ণধার : পলক

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাড. জুনাইদ আহমেদ পলক বলেন, আমাদের আজকের তরুণ-তরুণী ভবিষতের স্মার্ট বাংলাদেশের কর্ণধার। একুশের চেতনায় দেশের তরুণ-তরুণীদের জাগ্রত হতে হবে। একুশ মানে মাথা নত না করা। একুশ মানে নিজের অধিকার আদায়ে সোচ্চার হওয়া। এ জন্য আমাদের একুশের চেতনায় জাগ্রত হতে হবে।শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে আইসিটি চাকরি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।প্রতিমন্ত্রী জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালে মাতৃভাষা বাংলার দাবিতে ছাত্র আন্দোলনের ডাক দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রফিক, জব্বার, বরকতসহ অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে আমরা মায়ের ভাষার মর্যাদা পেয়েছি। বঙ্গবন্ধু বলতেন সোনার বাংলা গড়তে হলে, সোনার মানুষ চাই। একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে সোনার বাংলা গড়তে হলে দেশের মানুষকে আদর্শ মানুষ হতে হবে। আমাদের কর্মঠ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হবে।পলক বলেন, মাননীয় জননেত্রী শেখ হাসিনা চলনবিলের কাদামাটি থেকে তুলে নিয়ে আমাকে সিলিকন ভ্যালি পর্যন্ত কাজ করার সুযোগ করে দিয়েছেন। তোমরা যদি কঠোর পরিশ্রম কর। তোমাদের লক্ষ্য যদি ঠিক রাখো, তাহলে অবশ্যই জীবনে সফল হবে এবং সারাবিশ্বকে জয় করতে পারবে। প্রধানমন্ত্রী অসংখ্যক কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। আমাদের সেই সুযোগ কাজে লাগিয়ে কাজ করতে হবে।তিনি আরো বলেন, দীর্ঘ ৩৭ বছর সিংড়ায় বিদ্যুৎ, রাস্তাঘাট, অবকাঠামোসহ সবক্ষেত্রে পিছিয়ে ছিল। গত ১৪ বছরে মাননীয় প্রধানমন্ত্রী সিংড়ার মানুষকে অসংখ্যক উন্নয়ন উপহার দিয়েছেন। সিংড়ায় আজ বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। গ্রামকে সড়কে সংযুক্ত করেছেন। ইন্টারনেটের সংযোগ দিয়ে ১২টি ইউনিয়নে ডিজিটাল এলাকায় রুপান্তিত করেছেন। আজ সিংড়ায় বসে ই-কর্মাস উদ্যোক্তারা বিভিন্ন দেশে ব্যবসা করছেন। সরকার, দেশের সমাজব্যবস্থা, মানুষসহ সবক্ষেত্রে স্মাট দেশ গড়ে তুলতে কাজ করা হচ্ছে। আমাদের লক্ষ্য ২০৪১ সালে বাংলাদেশকে স্মার্ট দেশ হিসেবে গড়ে তোলার।উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, সিংড়া পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস প্রমুখ।জানা গেছে, সিংড়া উপজেলার ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে ৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে। শিক্ষার্থীরা উৎসবে ২০টি তথ্য প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের স্টলে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। যোগ্যতা অনুযায়ী তারা চাকুরী পাবেন। উৎসবে চাকুরী সহায়ক তথ্য প্রযুক্তি ভিত্তিক ৫টি সেশন থাকছে।প্রথম সেশনে ‘স্মার্ট চাকুরীর মাধ্যমে স্মার্ট সিংড়া’ সেশনে আফসানা ইয়াসমিন, শিবলী সাদিকসহ ৫জন সফল উদ্যোক্তা তাদের সফলতার গল্প শোনান। অনুষ্ঠানে র‌্যাফেল ড্র এর মাধ্যমে আকর্ষনীয় পুরস্কার দেওয়া হয়।

post
টেক মেন্টর

রাজধানীতে পিপলএনটেকের মাধ্যমে ক্যারিয়ার গঠন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি এবং ইন্সটিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজির একটি ক্লাব আয়োজিত 'কিভাবে তথ্য প্রযুক্তিতে ক্যারিয়ার গড়বেন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারী ( রবিবার) রাজধানীর ইন্সটিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজির হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির বিভিন্ন ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষক দ্বারা শিক্ষার্থীদের  পরামর্শ প্রদান করা হয়। পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির ওয়েব ডিজাইনার ও ফ্যাকল্টি ইমতিয়াজ আহমেদ মিলন একজন শিক্ষার্থী কিভাবে ওয়েব ডিজাইন, ওয়েবসাইট তৈরি করবেন এসব বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনা করেন।এছাড়াও পিপলএনটেকে আইটি জগতের সকল বিষয়ে প্রশিক্ষণ প্রদান সম্পর্কিত তথ্য দেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির কর্মকর্তারা।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজির চেয়ারম্যান ও ফাউন্ডার প্রফেসর ড. সাহিদা রফিক, মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন। অনুষ্ঠানে মাশরুল হোসাইন খান বলেন, পিপলএনটেক দীর্ঘ ১৮ বছর বছর ধরে আইটি ট্রেনিং ইনস্টিটিউট, জব প্লেসমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট সহ অন্যান্য বিষয় অত্যন্ত সফলতার সাথে সেবা প্রদান করে আসছে। এছাড়াও আমাদের আমেরিকার মাটিতে প্রথম বিশ্ববিদ্যালয় রয়েছে যার নাম ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজির কোন শিক্ষার্থী যদি উচ্চ শিক্ষার জন্য ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজিতে যেতে চায় তারা ৫০% স্কলারশিপ পাবে। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। আইটি ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নিজেকে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করতে হবে। এবং পিপলএনটেক শিক্ষার্থীদের সঠিক আইটি ট্রেনিংয়ের মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তোলে এবং পরবর্তীতে তাদের চাকুরী পেতেও সহযোগিতা করে থাকে। তিনি বলেন, ইতিমধ্যে আমরা ৮০০০ শিক্ষার্থীদের জব দিয়েছি। তিনি আরও বলেন, এছাড়া পিপলএনটেক এর পাশাপাশি ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সহযোগিতা করে যাচ্ছি। তিনি বলেন, 'এপর্যন্ত পাঁচ শত’র বেশী বাংলাদেশি শিক্ষার্থী স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় গিয়েছেন এবং তারা ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রামে পড়াশোনা করছে। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির জব প্লেসমেন্ট ও সিনিয়র এসইও এক্সিকিউটিভ ফরহাদ হোসেন নূর, বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসিটেন্ট ম্যানেজার নজরুল ইসলাম সহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিপলএনটেক বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা নুরুন্নবী সরকার।

post
টেক মেন্টর

ডেভঅপস, সেলেনিয়ামের দুটি কোর্স শুরু করছে পিপলএনটেক

২০২৩ সালে আইটি প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ সব কোর্স নিয়ে আসছে পিপলএনটেক। যুক্তরাষ্ট্রে আইটি খাতে দক্ষ জনশক্তি সরবরাহে প্রায় দুই দশক ধরে কাজ করে আসা প্রতিষ্ঠানটি জানুয়ারিতে শুরু করছে সেলেনিয়াম কোর্স। এছাড়া ফেব্রুয়ারিতে শুরু হবে ডেভঅপস কোর্স। উভয় কোর্সই পরিচালিত হবে পিপলএনটেকের ভার্জিনিয়া ক্যাম্পাস থেকে।এরই মধ্যে দুটি কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ১৪ জানুয়ারি শুরু হবে সেলেনিয়াম কোর্স। যা প্রতি সপ্তাহান্তে শনিবার ও রবিবারগুলোতে চলবে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত ক্লাস নেবেন সেলেনিয়ামের দক্ষ প্রশিক্ষকরা। ১৪টি মডিউলে ভাগ করে পুরো প্রশিক্ষণ প্রক্রিয়াটি শেষ করা হবে, জানাচ্ছিলেন পিপলএনটেকের কর্মকর্তারা। তারা বলেন, পিপলএনটেক প্রশিক্ষণরুমে কর্মপরিবেশ সৃষ্টি করে প্রশিক্ষণার্থীদের তৈরি করা হয়। এতে প্রশিক্ষণার্থীরা চার মাস ধরে ক্লাসরুমে সৃষ্ট ওয়ার্কপ্লেস এনভায়রনমেন্টে কাজ করেন। আর তার মধ্য দিয়ে তারা প্রশিক্ষণ শেষে নিজেদের এতটাই দক্ষ করে তুলতে পারেন যে কর্মজগতে ঢুকতে তাদের বেগ পেতে হয় না। কেবল তা-ই নয়, এই প্রশিক্ষণার্থীরা নিজেদের এতটাই দক্ষ করে তুলতে পারেন যে তারা মধ্যম থেকে উচ্চ পর্যায়ের কাজের জন্য প্রস্তুত হয়ে যান। এবং সরাসরি সিক্স ডিজিট কিংবা তারও বেশি বেতনের কাজ পেয়ে যান। সেলেনিয়াম কোর্সের ওরিয়েন্টেশন হবে আগামী ৭ জানুয়ারি এবং ডেভঅপস কোর্সের ওরিয়েন্টেশন আগামী ৪ ফেব্রুয়ারি। যার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। কেবল সেলেনিয়ামই নয় ২০২৩ এর ফেব্রুয়ারি পিপলএনটেক শুরু করতে যাচ্ছে ডেভঅপস কোর্সটি। ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই কোর্সের ক্লাস হবে প্রতি শনি ও রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। কোর্স দুটিতে অংশ নিতে যোগাযোগ করুন: ফোন: +1 (855) 562-7448ই-মেইল: [email protected]বিস্তারিত জানতে ব্রাউজ করুন: www.piit.us

post
টেক মেন্টর

পিপলএনটেকে অনুষ্ঠিত হয়ে গেলো পোস্ট গ্রাজুয়েশন অন নেটওয়ার্ক সিস্টেম এডমিনিস্ট্রেশনের অরিয়েন্টেশন ক্লাশ

যুক্তরাষ্ট্রে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর তত্ত্বাবধানে পোষ্ট গ্রাজুয়েশন অন নেটওয়ার্ক সিস্টেম এডমিনিস্ট্রেশন এর ৬ষ্ট ব্যাচের অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।২০ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর পান্থপথ গুডলাক সেন্টারের পিপলএনটেক ক্লাসরুমে এ অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।কোর্সটি পরিচালনা করবেন ইন্ডাস্ট্রিতে নেটওয়ার্কিং সেক্টর নিয়ে দীর্ঘ দিনের অভিজ্ঞ মেন্টর কাজী মাহমুদুল হক। ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির তত্ত্বাবধায়নে ১ বছর মেয়াদী পোষ্ট গ্রাজুয়েশন অন নেটওয়ার্ক সিস্টেম এডমিনিস্ট্রেশন কোর্সটির অরিয়েন্টেশন অনুষ্ঠানে এ উপস্থিত ছিলেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন, চীফ অপারেটিং অফিসার আব্দুল হামিদ, সহকারী ব্যবস্থাপক (অপারেশন) শেখ আহমেদ ও পিপলএনটেকের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় শেষে কোর্সের খুঁটিনাটি বিষয়ে এবং ক্যারিয়ার ডেভলপমেন্ট বিষয়ে পরামর্শ দেয়া হয়।কোর্সটির রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://forms.gle/mXuR1FkRp8Xp6iSS8বিস্তারিত জানতে যোগাযোগ করুন –01799 44665501611 446699১৫১/৭, গুডলাক সেন্টার(৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগন্যাল, গ্রীন রোড, ঢাকা-১২০৫ভিজিট করুনঃ https://www.peoplentech.com.bdনিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকুনঃ- YouTube: youtube.com/channel/UCFsCGU6vp4LApX1wzf0dpUQ- Facebook Page: https://facebook.com/peoplentech/

post
টেক মেন্টর

পিপলএনটেকের সহযোগিতায় নোয়াখালীতে কম্পিউটার ল্যাব উদ্বোধন

পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির সহযোগিতায় নোয়াখালীর বেগমগঞ্জের শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ে জহির উদ্দিন কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৭ ডিসেম্বর) নোয়াখালীর বেগমগঞ্জের শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন, চীফ অপারেটিং অফিসার আব্দুল হামিদ, যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অফ মারিল্যান্ড গ্লোবাল ক্যাম্পাসের ইকোনোমিক্স এন্ড ফাইনান্স প্রফেসর ড. ফাইজুল ইসলাম । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ফাইজুল ইসলাম বলেন, 'তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির মাধ্যমে উন্নত জীবন যাপন, মানব কল্যাণ, সম্পর্ক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণ করা সম্ভব। আইটি শিক্ষার মাধ্যমে পৃথিবীকে একটি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজে পরিণত করা যায়। বিশ্বকে জানা এবং নিজেদের দোরগোড়ায় আনা শুধু আইসিটি কে জানা এবং আইসিটি শিক্ষা লাভের মাধ্যমেই সম্ভব। এ লক্ষ্যকে বাস্তবায়নের জন্য তিনি তার দাদার নামকরণে কম্পিউটার ল্যাবটি স্থাপন করেন। যেখানে গ্রামের সকল শিক্ষার্থীরা স্কুলে গিয়ে বিভিন্ন প্রশিক্ষণ নিতে পারবে। আর এই সকল প্রশিক্ষণে অনলাইনের মাধ্যমে কারিগরি সহায়তা প্রদান করবে ঢাকায় অবস্থিত পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি প্রতিষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন বলেন, 'আমরা ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও পিপলএনটেকের যৌথ আয়োজনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান শুরু করতে যাচ্ছি, এটির মূলত যে উদ্দেশ্য তা হল গ্রাম বা মফস্বলে থাকা যে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশিক্ষণ থেকে বঞ্চিত থাকে তাদের প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া। এই প্রশিক্ষণ আমরা স্কলারশিপের মাধ্যমে এবং কোন কোন ক্ষেত্রে বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করব যাতে করে শিক্ষার্থীরা আইটি জ্ঞানকে কাজে লাগিয়ে আর্থস্বাবলম্বী হতে পারে। তিনি আরো বলেন আমাদের এই প্রশিক্ষণ কার্যক্রমটি পাইলট প্রকল্প। ভবিষ্যতে দেশের ৬৪ টি জেলায় এই কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির চীফ অপারেটিং অফিসার আব্দুল হামিদ, 'তিনি বলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাবে আমাদের প্রশিক্ষণ কার্যক্রম নোয়াখালীর মাধ্যমে যাত্রা শুরু করলো, ভবিষ্যতে সারাদেশে এই কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির সহকারী ব্যবস্থাপক (অপারেশন) শেখ আহমেদ, ম্যানেজিং কমিটির সভাপতি, স্কুলের প্রধান শিক্ষকসহ বিদ্যালয় প্রতিষ্ঠাতার পরিবার বর্গ।

post
টেক মেন্টর

পিইসিবির সঙ্গে অংশীদারীত্বের চুক্তি স্বাক্ষর পিপলএনটেক'র

পিপলএনটেক এবার অংশীদারীত্বের চুই স্বাক্ষর করেছে পিইসিবি'র সঙ্গে। উত্তর আমেরিকায় বিভিন্ন প্রতিষ্ঠানকে আইএসও'র মান বজায় রেখে কাজ করতে সহায়তা করাই এই চুক্তির লক্ষ্য।পিইসিবি আইএসও/আইইসি ১৭০২৪ এর আওতায় শিক্ষা ও সনদ বিতরণকারী প্রতিষ্ঠান। বিশ্ব পর্যায়ে এই প্রতিষ্ঠানটি শিক্ষা, প্রশিক্ষণ, পরীক্ষা ও সনদ বিতরণের কাজ করে আসছে। তথ্য-প্রযুক্তি জগতে আন্তর্জাতিকভাবে পেশাদারী অ্যাক্রেডিটেশন সনদ দেয় পিইসিবি। অন্যদিকে পিপলএনটেক একটি আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান, যা যুক্তরাষ্ট্র তথা উত্তর আমেরিকায় দুই দশক ধরে আইটি দক্ষতা বৃদ্ধিতে সুনামের সাথে কাজ করে আসছে। এরই মধ্যে পিপলএনটেক বিভিন্ন শাখায় প্রশিক্ষণ দিয়ে আইটি কর্মবাজারে ৮০০০ এর বেশি কর্মশক্তি সরবরাহ করেছে। যারা মধ্যম থেকে উচ্চ পর্যায়ের দায়িত্ব পালন করার দক্ষতা নিয়েই কর্মজগত ঢুকছেন। "পিপলএনটেক'র সঙ্গে অংশীদারীত্ব আমাদের গ্রাহকদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষ হিসেবে তৈরি করার সুযোগ করে দেবে," চুক্তি স্বাক্ষর উপলক্ষে বলেন পিইসিবি'র সিইও টিম রামা। এই অংশীদারীত্ব পিইসিবি'র প্রশিক্ষণ নেওয়ার পর প্রশিক্ষণার্থীদের প্রত্যাহিক জীবনের চ্যালেঞ্জগুলোা মোকাবেলা এবং ক্যারিয়ার তৈরিতে তা কাজে লাগানোর বিষয়ে অবদান রাখবে, বলেন মি. রামা। পিইসিবি'র শিক্ষার্থীদের আইটি সার্টিফিকেশনের বৃহত্তর সুযোগ তৈরিতে পিপলএনটেক এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভূমিকা রাখবে, যোগ করেন পিইসিবি সিইও। যৌথ অংশীদারীত্বের অংশ হিসেবে পিপলএনটেক এবং ডব্লিউইউএসটির শিক্ষার্থীরাও নিতে পারবে পিইসিবি'র প্রশিক্ষণ। যার সুফল হিসেবে ডব্লিউইউএসটির গ্রাজুয়েটদের কর্মজগতে কাজের সুযোগ যেমন সৃষ্টি হবে তেমনি তারা কাজে উন্নতিও করবে। 

post
টেক মেন্টর

তথ্য ফাঁসের ঝুঁকিতে প্রায় ৪৯ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী

বার্তা লেনদেনের পাশাপাশি অডিও-ভিডিও কলের সুযোগ থাকায় প্রায় ২০০ কোটি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের। মেটার মালিকানাধীন এই অ্যাপ ব্যবহারের জন্য ব্যবহারকারীদের ফোন নম্বর খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ফোন নম্বরের মাধ্যমেই হোয়াটসঅ্যাপে পরিচিত-অপরিচিত ব্যক্তিরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সম্প্রতি ৪৮ কোটি ৭০ লাখেরও বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোন নম্বর চুরি করেছেন সাইবার অপরাধীরা। এসব তথ্য বিক্রির জন্য হ্যাকারদের অনলাইন ফোরামে বিজ্ঞাপনও দিয়েছেন তাঁরা। ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্যনিরাপত্তা ঝুঁকিতে রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সাইবার নিউজ।সাইবার নিউজের তথ্যমতে, ৮৪টি দেশের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোন নম্বর রয়েছে সাইবার অপরাধীদের কাছে। বিশাল এই তথ্যভান্ডারে ইতালির তিন কোটি ৫০ লাখ, সৌদি আরবের দুই কোটি ৯০ লাখ, যুক্তরাষ্ট্রের তিন কোটি ২০ লাখ, যুক্তরাজ্যের এক কোটি ১০ লাখ এবং রাশিয়ার এক কোটি ব্যবহারকারীর তথ্য রয়েছে।এই তথ্য ভান্ডারে কীভাবে সাইবার অপরাধীরা প্রবেশ করেছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। ফাঁস হওয়া ফোন নম্বর কাজে লাগিয়ে স্প্যাম মেইল পাঠানোর পাশাপাশি ফিশিং আক্রমণ চালাতে পারে সাইবার অপরাধীরা। শুধু তা–ই নয়, এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণও নিতে পারে। পাশাপাশি ব্যবহারকারীদের কার্যক্রমের ওপরও নজরদারি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

post
টেক মেন্টর

ফুলেল শুভেচ্ছায় সিক্ত পিপলএনটেক প্রতিষ্ঠাতা ইঞ্জি. আবু বকর হানিপ

বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেকে’র প্রতিষ্ঠাতা ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তাবৃন্দ । বুধবার (৯ নভেম্বর) পিপলএনটেক বাংলাদেশ অফিসে দুপুর ১ টায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পিপলএনটেকের ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন। পরে আবু বকর হানিপ প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, জবপ্লেসমেন্ট ব্যবস্থাপক মাছুমা ভূইয়া ফারহা, সফটওয়্যার ডেভলপমেন্ট ম্যানেজার তাপস চন্দ্র দাস, বিজনেস ডেভলপমেন্ট ডেপুটি ম্যানেজার রনি সাহা, সহকারী ব্যবস্থাপক( একাউন্টস) হাসিনা আক্তার, সহকারী ব্যবস্থাপক (অপারেশন) শেখ আহমেদ, বিজনেস ডেভলপমেন্টের সহকারী ব্যবস্থাপক নজরুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক (প্রজেক্ট) ইয়াসিন আলম, হাফিজুর রহমান, আশরাফুল হক, ফরহাদ হোসেন, সাবরিনা পারভিন, অনামিকা সরকার পুজা, সাজ্জাদ হোসাইন, প্রীতি সরকার, মাহির হোসাইন, তাসকিন আরিফ মেঘা, লাবনি আক্তার, তানহা, শর্ণা, আশরাফুল সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

post
টেক মেন্টর

বাংলাদেশ ইনোভেশন ফোরাম কর্মকর্তাদের সাথে পিপলএনটেক ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

বাংলাদেশ ইনোভেশন ফোরাম আয়োজিত এক সেমিনারে মেন্টর এবং স্বেচ্ছাসেবক দের সাথে সাক্ষাৎ করেছেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির বাংলাদেশ প্রতিনিধি মাছুমা ভূইয়া ফারহা।৫ নভেম্বর শনিবার রাজধানীর কারওয়ান বাজার জনতা টাওয়ারে বেলা ১১ টায় বাংলাদেশ ইনোভেশন ফোরামের কার্যালয়ের সেমিনার হলে দেশের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করা হয়।মতবিনিময় কালে পিপলএনটেকের ভাইস প্রেসিডেন্ট পিপলএনটেকের বিভিন্ন কোর্স সমূহ নিয়ে আলোচনা করেন এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভর্তির তথ্য , স্কলারশিপ এবং অন্যান্য সুযোগ-সুবিধার তথ্য তুলে ধরেন তিনি।এ-সময় শিক্ষার্থীদের ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির কোর্স ও কোর্স ফি সহ বিভিন্ন তথ্য চিত্র শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা এবং ই-সফটের সিইও আরিফুল হাসান অপু, রাইজআপ ল্যাবস-এর সিইও এবং প্রতিষ্ঠাতা এরশাদুল হক এবং বাংলাদেশ ইনোভেশন ফোরামের পরিচালক সৈয়দ মাহমুদ মুসা। উল্লেখ্য বাংলাদেশ ইনোভেশন ফোরাম একটি বিখ্যাত স্বেচ্ছাসেবী সংস্থা যা বাংলাদেশের যুব ও উদ্ভাবকদের অগ্রগতি নিশ্চিত করতে কাজ করে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.