ডেঙ্গু প্রতিরোধে নতুন কোরে বিটিআই আমদানীর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলাম।
ডেঙ্গুর জন্য কাউকে দোষারোপ না কোরে সমাধানের পথ খুঁজে বের করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালীতে, নিপসম আয়োজিত কমিউনিটি পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। পরে বর্ণাঢ্য র্যালী শেষে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
