২০০৯ সাল থেকে জন্ম নেয়া কেউ আর ধুমপান করতে পারবে না। এর জন্য নতুন বিল পাস করতে যাচ্ছে যুক্তরাজ্যের টরি সরকার। প্রধানমন্ত্রী ঋষি সুনাকের লক্ষ্য এর মাধ্যমে ধুমপান মুক্ত প্রথম প্রজন্ম তৈরী করবেন তারা। তবে এ বিষয়ে এমপিগণ তাদের মতামত জানাবেন। এদিকে, কিছু টরি এমপি বিলটিকে সমর্থন করবে না বলে জানিয়েছেন। বিশেষ করে ট্রেড সেক্রেটারী কেমি বেইডনক বিলটির বিরোধী।
সর্বত্র ধুমপান। বার, রেস্টুরেন্ট সবখানে। একসময় স্কুলেও ধুমপান করা যেতো। উড়োজাহাজেও ধুপমান বন্ধ করা হয় জরিমানা আরোপের মাধ্যমে। আন্ডারগ্রাউন্ড রেলে সিগারেট নিষিদ্ধ করা হয় ১৯৮৪ সালে।
জনবহুল এলাকায় সিগারেট নিসিদ্ধ করা হয় ২০০৭ সালে। তবে বিঙ্গুর মতো স্থানে এ বিষয়ে কি প্রতিক্রিয়া?
ঊনিশ বছর বয়েসীদের প্রতিক্রিয়াই বা কি?
হেলথ সেক্রেটারী নুতন বিল সম্পর্কে পরিস্কার ধারণা দিলেন।
লেবার দল একমত।
স্কটিশ ন্যাশনাল পার্টির সুরও এক।
লিবারলে ডেমোক্রেট কিছুটা কৌশলী ভ‚মিকা নিলো।
সাবেক এ প্রধানমন্ত্রীও নিজের ধারণা সম্পর্কে জানালেন।
বিপুল সংখ্যক মানুষের অভ্যেসের মধ্যে অন্যতম ধুমপান। এ অভ্যেসে পরিবর্তন আনতে সরকারের পদক্ষেপ কতটুকু কার্যকর হবে তা দেখার বিষয়।