এনআরবি বিশ্ব

দুবাইয়ে প্রবাসীদের দুয়ারে যাবে কনস্যুলেট

post-img

এখন থেকে আর প্রবাসীরা নন, কনস্যুলেট যাবে প্রবাসীদের দুয়ারে। সৌহার্দ্যপূর্ণ সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে প্রবাসীদের সম্পৃক্ত করেই এমন এক কর্মসূচি হাতে নিয়েছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘দুয়ারে কনস্যুলেট’।

চলতি রমজানে প্রথমবারের মতো প্রবাসী শ্রমিকদের সম্মানে ইফতার মাহফিল আয়োজনসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল।

এমন আয়োজন শুধুমাত্র কনস্যুলেট অফিসে সীমাবদ্ধ থাকলেও, এখন থেকে সংযুক্ত আরব আমিরাতে সরাসরি প্রবাসী শ্রমিকদের অংশগ্রহণে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনসহ সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। যার নাম দেয়া হয়েছে ‘দুয়ারে কনস্যুলেট’।

এ বিষয়ে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, ‘কনস্যুলেটের পক্ষ থেকে একটি নতুন কর্মসূচি গ্রহণ করেছি। নাম দিয়েছি দুয়ারে কনস্যুলেট। এর মাধ্যমে আমরা এখানকার সাধারণ প্রবাসী বাংলাদেশিদের কাছে পৌঁছাব। তাদের এখানে (কনস্যুলেটে) আসতে হবে না, আমরাই তাদের কাছে যাব।’

শনিবার (১৬ এপ্রিল) শারজায় অবস্থানরত প্রবাসীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই। উত্তর আমিরাতের আরও পাঁচটি প্রদেশে প্রবাসী শ্রমিকদের নিয়ে এ আয়োজন হতে যাচ্ছে।

বাংলাদেশ সমিতি শারজার প্রেসিডেন্ট আবুল বাশার বলেন, আমাদের সমিতির সদস্যরা এর সঙ্গে সম্পৃক্ত। আমার বিশ্বাস, আপনারা সবকিছু উপলব্ধি করতে পেরেছেন। আমরা সাধারণ শ্রমিকদের নিয়ে যে আনন্দ করতে পেরেছি, এ আনন্দ আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখব।

এদিকে কনস্যুলেটের এ আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। সাধারণ শ্রমিকদের সঙ্গে কনস্যুলেট কর্মকর্তাদের দূরত্ব কমে আসলে উপকৃত হওয়ার কথাই জানালেন প্রবাসীরা।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.