বাংলাদেশ

যোগাযোগ শিক্ষা-স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে লাভবান লক্ষ্মীপুরের মানুষ

post-img

সরকারের উন্নয়ন ধারায় পাল্টে গেছে লক্ষ্মীপুর জেলার চিত্র। সারাদেশের মতো এ জনপদেও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। এখন অল্প সময়ে বিভিন্ন স্থানে যাতায়াতের সুবাধে কৃষিপণ্য ও মেঘনার ইলিশসহ বিভিন্ন পন্য দ্রুত সময়ের মধ্যে বাজারজাত করা সম্ভব হচ্ছে। একইসঙ্গে উন্নয়নের ছোঁয়া লেগেছে জেলার শিক্ষা ও স্বাস্থ্য বিভাগেও।

সড়কপথে আমূল পরিবর্তনে অর্থনৈতিকভাবে চাঙ্গা হচ্ছে উপকূলীয় জেলা লক্ষ্মীপুর।

প্রশস্তকৃত লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়ক বছরখানেক আগে উদ্বোধন করা হয়েছে। চাঁদপুর-রায়পুর-লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক সড়কটি প্রশস্তকরণসহ সংস্কার কাজ করা হয় আওয়ামী লীগ সরকারের আমলেই। এছাড়া নোয়াখালী-লক্ষ্মীপুর-রামগতি সড়ক ও উত্তর তেমুহনী থেকে দক্ষিণ তেমুহনী পর্যন্ত বাজার সংযোগ সড়কের কাজ চলমান রয়েছে। চলতি বছরই সম্পন্ন হয়েছে লক্ষ্মীপুর-রামগতি সড়কের ৪০ কিলোমিটার সংষ্কার কাজ।

আওয়ামী লীগ সরকারের এসব উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হোসেন মাসুম ভূঁইয়া ও জেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান।

এদিকে, লক্ষ্মীপুরে ১০০ শয্যা হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নিতকরণ করা হয়েছে। সদর উপজেলার বটতলীতে নির্মিত হয়েছে মডেল মসজিদ। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিল পাস হয়েছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.