আরো চাপ বেড়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য সেবা খাত-এনএইচএস এর জরুরী চিকিৎসা বিভাগে। গেলো জুন এবং জুলাই মাস ছিলো জরুরী বিভাগের সবচেয়ে ব্যস্ত সময়। বেড়েছে অপেক্ষমান রোগীর পরিমান। গত জুন মাসে অপেক্ষায় থাকা রোগী ছিলো ৭ দশমিক ছয় দুই মিলিয়ন। যার মধ্যে অপারেশনের রোগী ছিলো বেশি। প্রায় ৫৮ হাজার রোগী আছেন যারা চিকিৎসার জন্য অপেক্ষা করছেন ৬৫ সপ্তাহের বেশি সময় ধরে। এনএইচএস প্রধান বলেছেন, তারা খারাপ সময় পার করছেন। জুন এবং জুলাই মাসে এএন্ডইতে গেছেন ৪ দশমিক ৬ মিলিয়ন রোগী। যা অতীতের চেয়ে অনেক বেশি। হেলথ সেক্রেটারী ওয়েস্ট স্ট্রীটিং বলেছেন, সংকট সমাধানে আরো সময় লাগবে।