সাধারণ প্রবাসীদের সার্বজনীন পেনশন স্কিমের সেবা গ্রহণ করার আহবান জানিয়েছেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।
প্রবাসী পেনশন স্কিমের সেবা, কাতার প্রবাসীদের মাঝে তুলে ধরতে এক অবহিতকরণ সভায় তিনি একথা বলেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দূতাবাস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভা পরিচালনা করেন, দূতাবাসের শ্রম কাউন্সিলর তন্ময় ইসলাম। অনুষ্ঠানে প্রবাসী পেনশন স্কিম নিবন্ধনের নিয়মাবলি উপস্থাপন করেন, দূতাবাসের কাউন্সিলর মো: মাসহুদুল কবির। এতে অতিথি ছিলেন, দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন ওয়ালিউর রহমান,ডিফেন্স এটাসে ব্রিগেডিয়ার জেনারেল এম খাইরুদ্দিন,কাউন্সিলর মোবাশ্বেরা কাদেরী,দুতালয় প্রধান মো: নাসিরুদ্দিন ও প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজী।