প্রযুক্তি

১৫ মার্চ থেকে শুরু হচ্ছে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড প্রতিযোগিতা, থাকছে কোটি টাকা পুরস্কার

post-img

শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় আগামী ১৫ই মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড-২০২৩ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশের সকল স্তরের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতাটির আয়োজক থাকছে আইটেসারেক্ট টেকনোলজিস।

চতুর্থ শিল্প বিপ্লব সংশ্লিষ্ট বিভিন্ন দক্ষতা সমূহের ওপর গুরুত্বারোপ করে আসন্ন চ্যালেঞ্জ ও পরিবর্তনের জন্য প্রস্তুতি গ্রহণে সকল শিক্ষার্থীকে সচেতন ও দক্ষতা উন্নয়নে উৎসাহিত করাই ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের মিশন ও ভিশন।

মোট ০৩ রাউন্ডের ৮ টি বিভাগে ৬ টি ভিন্ন ভিন্ন স্তরে শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। বিজয়ীদের জন্য প্রতিটি বিভাগেই থাকছে পুরস্কার। ১ম পুরস্কার ৩ লক্ষ টাকা, ১ম রানার আপ ও ২য় রানার আপ এর জন্য যথাক্রমে ২ লক্ষ ও ১ লক্ষ টাকা করে মোট কোটি টাকার পুরষ্কার। প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্য জানা যাবে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড এর ওয়েবসাইটে - www.nationalsteamolympiad.com 

এ উপলক্ষে আগামী ৬ই মার্চ ২০২৩ (সোমবার) দুপুর ১১.০০ টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি হলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, এম.পি। প্রধান অতিথি হিসেবে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো: সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. লাফিফা জামাল।

এজে/

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.