প্রযুক্তি

আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক অবরুদ্ধ

post-img

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মকর্তাদের আইন ও বিধিবহির্ভূত চাকরি স্থায়ীকরণ বাতিলের দাবিতে অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামালসহ তিন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা প্রায় ৩০০ কর্মকর্তা-কর্মচারী অবৈধ প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। 

তাঁরা জানিয়েছেন, গত ১৪ আগস্ট কম্পিউটার কাউন্সিলের দুটি উন্নয়ন প্রকল্প শেষ হওয়ায় সেখান থেকে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার স্বাক্ষরে বেআইনিভাবে (প্রকল্প থেকে রাজস্বে স্থানান্তর হাইকোর্ট থেকে বন্ধ থাকা সত্ত্বেও) এবং দলীয় বিবেচনায় আইসিটি অধিদপ্তরেরে রাজস্ব খাতে স্থানান্তরিত ১৬৩ জন কর্মকর্তার চাকরি স্থায়ী করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী বেসিক আইসিটি স্কিল ট্রান্সফার আপ টু উপজেলা লেভেল প্রকল্পের প্রকল্প হতে রাজস্ব খাতে স্থানান্তরের তারিখ ২০১৪ সালের ১ জুলাই এবং বাংলাগভনেট প্রকল্পের প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরের তারিখ ১ জুলাই ২০১৫ উল্লেখ করা হয়েছে। কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ৮ জুলাই ২০১৫ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী ওই দুই প্রকল্পের ২০০ জন কর্মকর্তার চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হয় এবং শর্তাবলির ০৩ এর (২) নং অনুযায়ী তাঁরা ১৪ জুলাই ২০১৫ তারিখে যোগদান করেন। 

বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, এস. আর. ও প্রজ্ঞাপনের শর্ত এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী এসব প্রকল্পসমূহের কর্মকর্তার আদেশ জারির তারিখ থেকে চাকরি নিয়মিতকরণ করা হয়। 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.