আজ (রোববার) থেকে শুরু হয়েছে দেশের মাদ্রাসা ও কারিগরিসহ মোট ১১টি বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন এবং বাকি ৭ লাখ ৫০৯ জন ছাত্রী। গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট অংশ নিয়েছিলেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। সেই হিসাবে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন।
সকাল থেকে পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। এ বছর পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে জন্য সময় নিয়ে কিছু অভিযোগ ছিল কিছু শিক্ষার্থীদের মাঝে।
তীব্র যানজট, আর বৃষ্টির ভোগান্তি কাটিয়ে সন্তান পরীক্ষা দিতে পেরেছে এতেই খুশি অবিভাভকরা।
এদিকে, বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড,সিলেট বিভাগের আওতাধীন মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করেছে শিক্ষা মন্ত্রনালয়।
তবে, বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, সিলেট বিভাগের আওতাধীন মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। আগামী ৯ জুলাই থেকে এসব বোর্ডের পরীক্ষা শুরু হবে।