মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বহিঃবিশ্বের অন্যান্য দেশের মত বাহরাইনেও অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।
রোববার রাজধানী মানামা’র বাংলাদেশ স্কুল এণ্ড কলেজে সকাল ৭ টায় পরীক্ষা শুরু হয়। এবছর বিজ্ঞান বিভাগ থেকে ২০ জন ও বাণিজ্যিক বিভাগ থেকে ১৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১২ জন ও বানিজ্যিক বিভাগে ৯ জন মেয়ে পরীক্ষার্থী রয়েছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, বাহরাইন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স একে এম মহিউদ্দিন কায়েছ ও প্রথম সচিব মাহফুজুর রহমান। কেন্দ্র সুপারের দায়িত্ব পালন করেন, দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন। কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন, অধ্যক্ষ অরুণ নায়ের। এছাড়াও হল সুপারের দায়িত্বে ছিলেন, শিক্ষিকা মন্দাকিনি মন্ডল এবং কেন্দ্র পরিচালনার করেন প্রতিষ্ঠানটির এডমিন জাহাঙ্গীর আলম। ২০১৫ সাল থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন বাংলাদেশ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।