অমর একুশে গানের রচয়িতা,সাংবাদিক,লেখক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২২ সালের এই দিনে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার সকালে রাজধানীর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে,আবদুল গাফফার চৌধুরী স্মৃতি সংসদ ও বাংলা টিভি পরিবার পুষ্পস্তবক অর্পণ কোরে শ্রদ্ধা জানায়। এছাড়া,তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময়,গাফফার চৌধুরীর স্মৃতিচারণ করতে গিয়ে কিছু দাবি তুলে ধরেন বিশিষ্টজনেরা। সৈয়দ সামাদুল হক,ব্যবস্থাপনা পরিচালক,বাংলা টিভি ও সদস্য সচিব,আব্দুল গাফফার চৌধুরী স্মৃতি সংসদ