ফ্রান্সে বাংলাদেশিদের প্রথম ক্রিকেট ক্লাব বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যারিস-বিসিসিপি’র জার্সি উন্মোচন করা হয়েছে।
রোববার রাজধানী প্যারিসের একটি রেস্তোঁরায় ক্লাবটির জার্সি উন্মোচন করা হয়। বিসিসিপির সভাপতি ওয়াহিদুজ্জামান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আহাম্মেদ রুমেল হাসান। এতে প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও আয়বা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা সুব্রত শুভ, ইমদাদুল হক স্বপন, ডিরেক্টর কাউসার আহমেদ, শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, আকরাম মাসুম, মহিন উদ্দিন, ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য আজিজুল হক সুমন এবং রানা রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন ,মিয়া মস্তফা, মোঃ শাহিন মিয়া, আশ্রাফুল ইসলাম সবুজ, ফ্রান্স জাতীয় দলের ক্রিকেটার মোঃ ইকবাল মুন্না এবং সাইফুল ইসলাম রনি। প্রবাসীদের চেষ্টায় ২০১৪ সালে যাত্রা শুরু করে বিসিসিপি। দেশটির মূলধারার ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগে অংশগ্রহণ করে এরই মধ্যে পরিচিতি পেয়েছে ক্লাবটি।