নোয়াখালীর বেগমগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পূনরেকত্রিকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রকল্প প্রত্যাশা-২ এ আয়োজন করে। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের বেগমগঞ্জ কর্মকর্তা সাখাওয়াত হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন কুতুবপুর ইসলামীয় ফাজিল মাদ্রাসার প্রভাষক নুরুন নবী। সেমিনারে কুতুবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বেলাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা, ২নং ওয়ার্ডের মেম্বার হাফেজ জাফর উল্যাহ স্বপন, ব্যাকের ভলান্টিয়ার ও মহিলা ইউপি সদস্য আমেনা আক্তার এবং প্রবাস ফেরত রফিক উল্যাহসহ অনেকে। এ সময় ব্র্যাকের এমন উদ্যোগকে স্বাগত জানান অতিথিরা।