অভিবাসন

কাতারের বাংলাদেশ কলেজের অভিভাবক কমিটি গঠন

post-img

কাতারের বাংলাদেশ এম এইচ এম স্কুল এন্ড কলেজের অভিভাবকেরা গঠন করেছেন নতুন সংগঠন ‘গার্ডিয়ানস’।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমকে সভাপতি, মির্জা আসাদুজ্জামান রাসেলকে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন,সাংগঠনিক সম্পাদক হুমায়ূন আহমেদ, সহ-সভাপতি কামরুজ্জামান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া ফেরদৌস ও সাংস্কৃতিক সম্পাদক মারশিয়া জান্নাত। বাংলাদেশ স্কুল গভর্নিং বডির সাবেক সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন, বর্তমান গভর্নিং বডির দুই সদস্য সোহেল রানা ও ইন্জিনিয়ার জাহাঙ্গীর। এসময় বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা রফিকুল ইসলাম তালুকদার বাবু, সৈয়দ আনার মিয়া, আহমেদ মালেক, মাহবুবুর রহমান বাবু, জাকির হোসেন বাবু ও একেএম আমিনুল হক কাজল।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.