সংযুক্ত আরব আমিরাতে ক্রমেই বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ীদের সংখ্যা। দেশটিতে ব্যবসা করে সুনামও বাড়ছে তাদের। তাদেরই একজন পরিচিত নাম মিজানুর রহমান মজুমদার। করছেন রেন্ট-এ-কারের ব্যবসা। পাশাপাশি আমিরাতে অবস্থানরত ১০০ জন যুবক নিয়ে তৈরি করেছেন বাংলাদেশ প্রবাসী যুব ফাউন্ডেশন ইউএই নামের একটি সঞ্চয়ী সমবায় সমিতি।
জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ থানার মোহাম্মদ বিল্লাল হোসেন মজুমদার এর ছেলে মিজানুর রহমান মজুমদার। ২০১০ সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। ২০১৪ সালে তৈরি করেন নিজস্ব প্রতিষ্ঠান আল ওয়াদি আল আবিয়াদ ইলেকট্রিক্যাল এন্ড সেনেটারি ওয়্যার ট্রেডিং এল এল সি। এরপর একে একে তৈরি করেন আল মাদান আল ফাতি ইলেকট্রিক্যাল এন্ড হার্ডওয়ার ট্রেডিং, নাসামত আল সাবাহ রেন্ট এ কারসহ সাতটি প্রতিষ্ঠান সম্মিলিত এম আর গ্রুপ অব কোম্পানিজ। বর্তমানে তার রেন্ট এ কার প্রতিষ্ঠানে রয়েছে একশ'টিরও বেশি গাড়ি। কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় অর্ধশত বাংলাদেশির। আমিরাতে অবস্থানরত ১০০ জন যুবক নিয়ে তৈরি করেছেন বাংলাদেশ প্রবাসী যুব ফাউন্ডেশন ইউএই নামের একটি সঞ্চয়ী সমবায় সমিতি। বর্তমানে এই ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়াও নিজ গ্রামের ৩৮০ জন প্রবাসীর সাথে সম্মিলিত ভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কাজেও অংশ নেন এই ব্যবসায়ী। ভবিষ্যতে তার প্রতিষ্ঠানকে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে প্রতিষ্ঠিত করবেন বলে জানান সফল এই রেমিটেন্স যোদ্ধা।