PeopleNTech Business Hosting
বাংলাদেশে শিঙাড়া, বিরিয়ানি ও মিষ্টি দই পছন্দ করেন পিটার হাস

বাংলাদেশে শিঙাড়া, বিরিয়ানি ও মিষ্টি দই পছন্দ করেন পিটার হাস


upload news

এক বছর ধরে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন পিটার হাস। এই সময়ে তিনি বাংলাদেশের কয়েকটি খাবার খুব পছন্দ করেছেন। এর মধ্যে রয়েছে—শিঙাড়া, বিরিয়ানি ও মিষ্টি দই।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপালনের এক বছর পূর্তি উপলক্ষে এক নিবন্ধে পিটার হাস এসব কথা উল্লেখ করেছেন।

‘বাংলাদেশের ভবিষ্যতের পথে’ শিরোনামের নিবন্ধে পিটার হাস লিখেছেন, ‘আজ আমি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে আমার দায়িত্বপালনের এক বছর পূর্তি উদ্‌যাপন করছি। গত এক বছরে আমি এই সুন্দর দেশের অনেক জায়গা দেখতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি।’

পিটার হাস আরও লিখেছেন, তিনি ঢাকার মনোমুগ্ধকর জায়গাগুলো ঘুরে দেখেছেন। পাশাপাশি সুন্দরবন, রাজশাহী ও কক্সবাজারের আকর্ষণীয় স্থানগুলো দেখেছেন। এই সময়ে তাঁর বাংলাদেশের সব বয়সী ও সর্বস্তরের মানুষের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছে। আর তিনি খাবার হিসেবে শিঙাড়া, বিরিয়ানি ও মিষ্টি দই ভালোবেসে ফেলেছেন।

নিবন্ধে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ভবিষ্যৎ যাত্রাপথের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বর্ণনা করেছেন পিটার হাস। এই নির্বাচনে যুক্তরাষ্ট্রের পছন্দের কেউ নেই বলে উল্লেখ করেছেন তিনি।

পিটার হাস বলেছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চান তাঁরা। বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে নিজেদের সরকার নিজেরাই নির্বাচন করুক, এমনটাই চান তাঁরা।


Ads