অভিবাসন

লেবাননে বাংলাদেশিদের কন্সুলার সেবা প্রদান

post-img

লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর ত্রিপলিতে দুই দিন ব্যাপি কন্স্যুলার সেবা প্রদান করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ত্রিপলি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হলরুমে শনি ও রবিবার এই সেবা গ্রহন করেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা।

এসময়ে ই-পাসপোর্ট, মেশিন রিডেবল পাসপোর্ট, শিশুদের পাসপোর্টের আবেদন, পাসপোর্ট নবায়ন, জন্মনিবন্ধন, ব্যাংক একাউন্ট খোলা ও নিয়মিতকরণের আবেদনসহ অন্যান্য সেবা দেয়া হয়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভির খান সেবা-গ্রহীতাদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়াও ভবিষ্যতে দূতাবাসের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান রাষ্ট্রদূত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোঃ বাকি বিল্লাহ এবং প্রথম সচিব আনোয়ার হোসাইন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.