আবুধাবিতে প্রবাসী তিন বন্ধুর যৌথ উদ্যোগে, ভিশন বিডি টাইপিং সার্ভিস এলএলসির যাত্রা শুরু হয়েছে।
প্রবাসীদের আইডি,ভিসা,টিকেটিং, দামান,ড্রাইভিং লাইসেন্স,বিজনেস সেটাপ,মোয়াকিফ,জন্ম নিবন্ধন এবং ই পাসপোর্টসহ সবরকমের ডকুমেন্টস টাইপিং সেবা দেয়ার কাজ করবে এই প্রতিষ্ঠান। আবুধাবির প্রাণকেন্দ্র খেজুর তলার ওমর বিন ইউসুফ জামে মসজিদের প্রধান প্রবেশদ্বার সংলগ্ন ভবনে, তিন উদ্যোক্তা সৈয়দ মোহাম্মদ মনজু, মাহফুজ বিল্লাহ ও আব্দুল্লাহ আল মাসুম ফিতা কেটে, প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ আজম,ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ তারেক,ব্যবসায়ী মোহাম্মদ সেলিম আনসারি, মোহাম্মদ জাফর, মোহাম্মদ বেলাল এবং মোহাম্মদ জামাল উদ্দিনসহ অনেকে।