বাংলাদেশে মাদকের মধ্যে গাঁজা ও ইয়াবা সেবনকারীর সংখ্যা বেড়েছে। এরমধ্যে ৩৩ দশমিক ৮ শতাংশ গাঁজা ও ২৯ দশমিক ৮ শতাংশ ইয়াবা সেবনকারী। আহ্ছানিয়া মিশনের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র এ তথ্য জানিয়েছে। গত ২০ বছরে তাদের কাছে আসা দুই হাজার ৭৮৯ জন মাদকাসক্ত রোগীর ওপর জরিপ চালিয়ে এ তথ্য পায় বেসরকারি সংস্থাটি।
বৃহস্পতিবার (৯ মে) গাজীপুরে মিশনটির মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসব তথ্য জানান ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।
তিনি জানান, ১৪ দশমিক ৯ শতাংশ ঘুমের ওষুধ, ১৬ দশমিক ৩ শতাংশ হিরোইন, ১২ দশমিক ৬ শতাংশ অ্যালকোহল এবং ৪৩ দশমিক ৪৩ শতাংশ একই সঙ্গে একাধিক মাদক গ্রহণকারী, বাকিরা অন্যান্য মাদক গ্রহণকারী।
আর মানসিক রোগের মধ্যে সিজোফ্রেনিয়া ১৮ দশমিক ৩ শতাংশ, বাইপোলার ১৪ দশমিক ৪৩ শতাংশ, ডিপ্রেশন ১৮ দশমিক ৩৩ শতাংশ, ওসিডি ৮ দশমিক ৭৪ শতাংশ এবং বাকিরা অন্যান্য মানসিক রোগে আক্রান্ত ছিলেন।
মিশনের এই কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানটি ২০০৪ সাল থেকে এ পর্যন্ত দুই হাজার ৭৮৯ জনকে সেবা দিয়েছে। এরমধ্যে মাদকাসক্তজনিত সমস্যা দুই হাজার ১৪২ জনের। আর মানসিক সমস্যা ৬৪৭ জনের। যার মধ্যে এ পর্যন্ত সুস্থতার হার প্রায় ৭৫ শতাংশ।