দেশে যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন, তাদের পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে, জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে টিকাদান কর্মসূচিকে শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশে এখন পর্যন্ত করোনার অ্যাস্ট্রাজেনেকা টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবেলায় হাসপাতালগুলো প্রস্তুত। এর চিকিৎসায় যেনো সরঞ্জাম সংকট তৈরি না হয় এবং দাম না বাড়ে সে বিষয়ে নির্দেশনা দেয়ার কথা জানান ডা.সামন্ত লাল সেন।