post
এনআরবি বিশ্ব

স্পেনে বাংলাদেশীদের উদ্যোগে মসজিদ নির্মান

স্পেনে বাংলাদেশীদের উদ্যোগে নির্মিত একটি জামে মসজিদের উদ্বোধন হয়েছে। কানারি দীপুঞ্জের টেনেরিফের লসক্রিসটিয়ানতে বাংলাদেশ কমিউনিটি অধ্যষিত এলাকায় এ মসজিদ নির্মান করা হয়।শুক্রবার জুম্মার নামাজের মধ্য দিয়ে বায়তুল আমান জামে মসজিদ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। বাংলাদেশী কমিউনিটির আর্থিক সহযোগিতায় নয়নাভিরাম মসজিদটি তৈরি করা হয়। সুন্দর, জবাবদিহিমূলক সামাজিক ঐক্য গঠনের লক্ষ্যে ধর্মপ্রাণ মুসলমানেরা মসজিদের প্রথম দিন নামাজ আদায় করেন। বাংলাদেশী কমিউনিটি ও বিভিন্ন দেশের মুসল্লিদের ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বায়তুল আমান মসজিদের সভাপতি আব্দুল গোফরান,খলিল আহমেদ,আব্দুল মতিন, নিয়ামতউল্লা,দুলাল আহমেদ,রাব্বানি,শাহাজান,ফারুক আহমেদ,তারেক সিদ্দিকী সহ অনেকে। বায়তুল আমান মসজিদে মহিলাদের নামাজের সুব্যাবস্থা সহ বাচ্চাদের মক্তব চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্হানীয় মেয়রের প্রতিনিধি সিটি কর্পোরেশনের ক্রীড়া কাউন্সিলর রুবেন গঞ্জালেজ পেরেজ মসজিদ পরিদর্শন করেন এবং মসজিদের সার্বিক সহযোগিতার ক্ষেত্রে আশ্বাস প্রদান করেন।

post
এনআরবি বিশ্ব

স্পেনে বিজয় দিবস উদযাপন

বাংলাদেশ আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগ কাতালোনীয়া শাখার উদ্যোগে স্পেনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।বার্সেলোনার একটি রেস্টুরেন্টে কাতালোনিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আ বু তালেব আল মামুন লাবুর সভাপতিত্বে এ দিবসটি উদযাপন করা হয়। কাতালোনিয়া আওয়ামী যুবলীগের সভাপতি ছালাহ উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাতালোনিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আমির হোসেন আমু। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা খাদিজা আক্তার মনিকা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আরিফ খান রুবেল, মুহিবুল হাসান খান কয়েস, মহিউদ্দিন কিশোর, শাহ কুমেদ আলী, নাসির সর্দার, বাবুল আহমেদ সহ অনেকে। এসময়ে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় এনে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান তারা।

post
এনআরবি বিশ্ব

প্যারিসে ক্রিকেট ক্লাবের আত্মপ্রকাশ

ফ্রান্সের প্যারিসে ভিলজুফ সুপার কিংস ক্রিকেট ক্লাব নামে নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। দেশটিতে অবস্থানরত বাংলাদেশী তরুণদের নিয়ে গঠিত এ ক্লাবের আত্মপ্রকাশ উপলক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সভাপতি কামাল শিকদারের সভাপতিত্বে মেট্রোহোসের একটি হলে এ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের অধিনায়ক সজিবুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আইসার প্রেসিডেন্ট ওবায়দুল্লাহ কয়েস , অফিওরা পরিচালক কৌশিক রাব্বানী, ব্যবসায়ী ইব্রাহিম হাসান,সরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সভাপতি এমদাদুল হক স্বপন,সংগঠক ওবায়দুল ইসলাম রিয়াদ, আমজাদ সিন্ধু , আসাদুজ্জামান সুমন ও কামাল পাশা। এ সময় বক্তারা বলেন, ক্রিকেট খেলায় বিশ্বের দরবারে বাংলাদেশ দল যেমন সমহিমায় উচ্চ আসনে বিরাজমান তেমনিভাবে প্রবাসের মাটিতে নতুন এ ক্রিকেট ক্লাবের খেলোয়াড়রা তাদের ক্রীড়া নৈপুণ্যতা দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখবে।

post
এনআরবি বিশ্ব

স্পেনে জাতীয় প্রবাসী দিবস পালিত

স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’।দিবসটি উপলক্ষ্যে দূতাবাসের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। শুরুতে রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী,পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর বানী পাঠ করা হয়। এরপর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রবাসীদের কর্মসংস্থান ও কল্যাণ বিষয়ক একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বাংলাদেশী অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময়  অভিবাসন কার্যক্রমে যুক্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, স্পেন থেকে বৈধভাবে রেমিটেন্স প্রেরণ প্রতিবছর বাড়ছে। দেশটি থেকে ২০২২-২৩ অর্থবছরে ৮৪.৮৫ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠানো হয়েছে।

post
এনআরবি বিশ্ব

ফ্রাঙ্কফুর্টে প্রবাসীদের পিঠা উৎসব

নারায়নগঞ্জ জেলা সমিতি জার্মানির উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিনে ফ্রাঙ্কফুর্টের একটি হোটেলের হল রুমে অনুষ্ঠিত এই পিঠা উৎসবে হরেক রকমের শীতকালীন মুখরোচক পিঠার ব্যাপক আয়োজন ছিল।ফ্রাঙ্কফুর্ট এবং আশপাশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা যোগ দিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন। খ্রিস্টীয় বছরের প্রথম দিন হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দঘন পরিবেশ গড়ে তোলেন। উপস্থিত সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান নারায়নগঞ্জ জেলা সমিতি জার্মানির সভাপতি হাবিব সরকার। আনন্দঘন এই পিঠা উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহজাহান ইসলাম, ইকবাল হোসেন, আমানউল্লাহ ইসলামসহ অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন দেলোয়ার হোসেন ঝন্টু ও পুনম। আয়োজকরা আগামীতে আরও ব্যাপক পরিসরে শীতকালীন পিঠা উৎসব আয়োজন করবেন বলে জানান। জার্মানিতে বসবাসরত নতুন প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্যকে তুলে ধরাই ছিল এই আয়োজনের অন্যতম একটি লক্ষ্য। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নতুন প্রজন্মের ছেলে মেয়েদের অংশগ্রহণ। নতুন বছরের প্রথমদিনেই দেশীয় পিঠা উৎসব প্রবাসের কর্মব্যস্ত জীবনে আনন্দ বয়ে নিয়ে এসেছে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা। প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করতে এই আয়োজন ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।

post
এনআরবি বিশ্ব

সুস্থ ধারার বাংলা সংস্কৃতিচর্চার আহ্বান বিশ্ব সংগীত কেন্দ্রের

সুস্থ ধারার বাংলা সংস্কৃতিচর্চা ও বিকাশে ইতালির রোমে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব সংগীত কেন্দ্রের ১১ বছর পূর্তি এবং আন্তর্জাতিক সম্মেলন ২০২৩। সুস্থ সংস্কৃতির মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। সম্প্রতি রোমের একটি হল রুমে জাঁকজমকপূর্ণভাবে বর্ণাঢ্য আয়োজনে সম্মেলন সম্পন্ন হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অতিথি শিল্পী ও সংগঠনের সদস্যরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনে ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা উৎসব, নকশিকাঁথার প্রদর্শনী, গুণীজন সম্মাননা ও বহুজাতিক সাংস্কৃতিক পরিবেশনা।প্রবাসে থাকা শিল্পীদের ঐক্যবদ্ধ করার প্রয়াসে ২০১২ সালে ইতালির রোমে সংগঠনটি প্রতিষ্ঠা করেন বরেণ্য সংগীত শিল্পী কাজী জাকারিয়া। প্রতিষ্ঠালগ্ন থেকে শিল্পীদের সুস্থ ধারার বাংলা সংগীতচর্চার নীরব নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি। পাশাপাশি প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মের মাঝে বাংলা গানের চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আলোচিত আন্তর্জাতিক মানের এই সংগঠনটি। এরই মধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে চলছে সংগঠনের কার্যক্রম। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠন বিশ্ব সংগীত কেন্দ্রের ১১ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয় ইতালির রোমে।

post
এনআরবি বিশ্ব

ফ্রান্সে শহীদ মিনারের মালিকানা দাবি করে উকিল নোটিশ

ফ্রান্সের তুলুজে নির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনার নির্মাণের ৩ বছর পর একটি আন্তর্জাতিক মহল চক্রান্তে লিপ্ত হয়েছে। নির্মাণের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইন আদালতের হুমকি দিয়ে উকিল নোটিশ পাঠিয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে শহীদ মিনারের স্বত্বাধিকারীর বিনা অনুমোতিতে বেআইনিভাবে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।গেল ১৮ জুলাই তুলুজের মেয়র জন লুক মুদেনকে এ ব্যাপারে অবহিত করা হয়। জনৈক দো ব্রোন গ্রেগয়ার যিনি ভাস্কর নভেরা আহমেদ এর স্বামী। তিনি শহীদ মিনারের মালিকানা দাবি করে উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলার হুমকি ও আপত্তিকর উকিল নোটিশ পাঠিয়ে বিভ্রান্তের অপচেষ্ঠা করছেন। পরবর্তীতে একই ব্যক্তি শহীদ মিনারের উদ্যোক্তা ফখরুল আকম সেলিমকে একইভাবে গত ১৫ ডিসেম্বর উকিল নোটিশ পাঠান। এরই প্রতিবাদে প্যারিসে আয়েবা সদর দপ্তরে সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন, বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের সভাপতি ফখরুল আকম সেলিম, অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আবুল কাশেম, উপদেষ্ঠা সালেহ আহমদ চৌধুরী, আয়েবার যুগ্ম মহাসচিব শরীফ আল মমিন, সাংগঠনিক সম্পাদক টি এম রেজা, সহকারী ট্রেজারার তাপস বড়ুয়া রিপন, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক স্বপন, বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ ফ্রান্সের সিনিয়র সহসভাপতি তাজিম উদ্দিন খোকন, সাধারন সম্পাদক শাকের চৌধুরী প্রমুখ। এ বিষয়ে সকল বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেন বক্তারা।

post
এনআরবি বিশ্ব

ভয়েস অব বার্সেলোনার বর্ষবরণ

স্পেনের তারুণ্যের সংগঠন ভয়েস অব বার্সেলোনার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ।মঙ্গলবার বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি ফয়সল আহমেদের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। এ সময় সংগঠনের উপদেষ্টাবৃন্দ, বার্সেলোনা এবং শান্তাকলমা শাখার সদস্য ছাড়াও অতিথি উপস্থিত ছিলেন মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার সাবেক মেয়র ফখরুল ইসলাম। তিনি ভয়েস অব বার্সেলোনার নেতাকর্মীদের দেখে বলেন, আমি বিশ্বাস করি বার্সেলোনায় যেকোনো গঠনমূলক কর্মকাণ্ডে ভয়েস অব বার্সেলোনা অবশ্যই অগ্রণী ভূমিকা রাখতে পারবে। আগত অতিথিবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ফয়সল আহমেদ। সভা শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

post
এনআরবি বিশ্ব

ইতালিতে বিশ্ব সংগীত কেন্দ্রের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্ব সংগীত কেন্দ্রের ১১বছর পূর্তি এবং আন্তর্জাতিক সম্মেলন।বর্ণাঢ্য এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অতিথি শিল্পী ও সংগঠনের সদস্যরা অংশ নেন। দিনব্যাপী এই আয়োজনে ছিলো বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা উৎসব, নকশিকাঁথার প্রদর্শনী, গুনীজন সম্মাননা ও বহুজাতিক সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম। বিশ্ব সংগীত কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বৈশ্বিক সমন্বয়ক জাকারিয়া কাজীর সার্বিক তত্বাবধানে এ আয়োজন করা হয়। যুগ্ম প্রধান সমন্বয়ক অনুপ কুমার ঘোষ ও লন্ডন শাখার যুগ্ম প্রধান সমন্বয়ক সুমনা সুমির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক ইকবাল আহমেদ বাবু, বিশ্ব সংগীত কেন্দ্র এরিজোনা শাখার প্রধান সমন্বয়ক এম এ শোয়েব, যুগ্ম প্রধান সমন্বয়ক রাশিদুল মনসুর পলাশ, সমন্বয়ক সচিব আশফাক আনসারী। প্রবাসে পাড়ি জমানো শিল্পীদের ঐক্যবদ্ধ করার প্রয়াসে ২০১২ সালে ইতালির রোমে সংগঠনটি প্রতিষ্ঠা করেন বরেণ্য সংগীত শিল্পী কাজী জাকারিয়া। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিল্পীদের সুস্থ ধারার বাংলা সংগীতচর্চায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

post
এনআরবি বিশ্ব

গ্রীসে পঞ্চ থানা সমাজ কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত

গ্রীসে সিলেট জেলা পঞ্চ থানা সমাজ কল্যাণ পরিষদের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।রাজধানী এথেন্সের একটি বাংলাদেশী রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কোরআন তেলাওয়াত করেন সহ সাধারণ সম্পাদক আলমির হুসাইন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: রাসেদ আহম্মেদ। সাধারণ সম্পাদক মো: নুরুজ্জামান রাজার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সভাপতি দেওয়ান আনোয়ার হোসেন। এসময় বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে বক্তব্য দেন, সহ-সভাপতি মিয়া মো: খালেদ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.