অধিবেশন চলাকালে পার্লামেন্টকক্ষে মারামারি, হাতাহাতিতে জড়িয়েছেন তাইওয়ানের আইনপ্রণেতারা। শুক্রবার পার্লামেন্টে সংস্কার প্রস্তাব নিয়ে চলা কয়েক দফা বিতর্কের মধ্যেই বিরোধীদল ও সরকারদলীয় এমপিরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একে অপরের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি এবং কিল ঘুষিও মারেন তারা। ভোট শুরুর আগেও পার্লামেন্টকক্ষের বাইরে কিছু আইনপ্রণেতা একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করতে দেখা যায়। ঘটনার ভিডিওতে দেখা গেছে, আইনপ্রণেতারা পার্লামেন্টের স্পিকারের আসনের আশপাশে চড়ে বসেন। কেউ কেউ টেবিলের ওপর লাফিয়ে পড়েন এবং সহকর্মীদের টেনে মেঝেতে ফেলে দেন। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলেও বিকেলে আবারো মারামারি শুরু হয়।