বর্তমান সরকার পুরোপুরিভাবে নতজানু বলেই, দেশের জনগণের পক্ষে শক্ত অবস্থান নিতে হবে। বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ফখরুল বলেন,জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পরযন্ত আন্দোলন চলবে। বর্তমান সরকারকে নির্যাতন নিপীড়ক সরকার মন্তব্য কোরে তিনি বলেন,জনগণের শক্তির চেয়ে বড় শক্তি আর নেই। তাই সকল বিভেদ ভুলে গিয়ে,ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্যদেশের প্রভুত্ব মেনে,সেদেশের স্বার্থ রক্ষা কোরে চলেছে।