বলিউডের প্রভাবশালী অভিনেতা অক্ষয় কুমার। এই নায়কের ব্যক্তিজীবনও সিনেমার গল্পের চেয়ে কম নয়। ক্যারিয়ার শুরুর আগে হোটেলে চাকরি থেকে শুরু করে ফুটপাতেও থেকেছেন তিনি। অক্ষয়ের বিভিন্ন সাক্ষাৎকারে উঠে এসেছে সেই কথা।
বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার আগে পরিবারের সঙ্গে মুম্বাইয়ের পাঁচশ রুপির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন অক্ষয়। বাড়িটি ঘিরে রয়েছে তার অসংখ্য স্মৃতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানিয়েছেন, শৈশবের সেই বাড়িটি কেনার পরিকল্পনা করছেন তিনি।
অক্ষায় বলেন, ‘পুরোনো বাড়িতে যেতে আমার খুব ভালো লাগে। সেখানে মাত্র পাঁচশ রুপিতে ভাড়া থাকতাম। কয়েকদিন আগেই শুনলাম সেই বাড়িটা নাকি ভেঙে ফেলা হচ্ছে। সেখানে দুইটা বেডরুম করে ফ্ল্যাট তৈরি হচ্ছে। ওদের জানিয়েছি আমি তৃতীয় তলাটা কিনতে চাই। পরিবারের সঙ্গে আমি যেখানে থাকতাম।’