হাসপাতালে রক্ত পরীক্ষার চেয়ে বাসায় সেলিভা টেস্ট প্রোস্টেট ক্যান্সার নির্ণয়ে বেশি কার্যকর বলে জানানো হয়েছে এক গবেষণায়। এ টেস্ট বংশগত প্রোস্টে ক্যান্সার নির্ণয়ে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে। ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ লন্ডন এবং রয়েল মার্চডেন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট পরিচালিত এ গবেষণায় বলা হয়েছে, বাড়িতে বসে প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে ধারণা পাওয়া গেলে তা নিরাময়ে দ্রুত ব্যবস্থা গ্রহন করা সম্ভব। এতে বলা হয়েছে প্রায় ১২ হাজার মানুষ প্রতি বছর প্রোস্টেট ক্যান্সারে মারা যায় ব্রিটেনে। এখনো এ গবেষণা প্রতিবেদন কোন জার্ণালে প্রকাশ করা হয়নি। তাতে বলা হয়েছে,রক্ত পরীক্ষা পুরোপুরি প্রোস্টেট ক্যান্সার নির্ণয়ের উপযোগি নয়। এছাড়া ব্রিটেনে প্রোস্টেট ক্যান্সার নির্ণয়ের কোন স্ক্রীনিং প্রকল্পও নেই। ফলে প্রাথমিক পর্যায়ে প্রোস্টেট ক্যান্সার নির্ণয়ে সেরিভা টেস্ট গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে গবেষণায়।
