post
খেলা

দলে ফিরলেন লিটন দাস

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছিলেন লিটন দাস। তবে লাল বলের ক্রিকেটে আগে থেকেই ধারাবাহিকতা রেখে চলেছেন লিটন, যে কারণে অভিজ্ঞ এই ক্রিকেটার লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে রয়েছেন। ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো করতে না পারা লিটনের কাছে সাদা পোশাকের ক্রিকেটে বড় কিছুর আশা করছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। প্রথম টেস্টের আগেরদিন বৃহস্পতিবার সিলেটে টাইগারদের প্রতিনিধি হয়ে তিনি সংবাদ সম্মেলনে আসেন। এ সময় লিটনের কাছে নিজের চাওয়া নিয়ে হাথুরু বলেন, ‘আমি আশা করছি লাল বলে সে অনেক রান এনে দেবে। ভালো প্রস্তুতি নিয়েছে। এটা ভিন্ন বলের খেলা। সে তাই নিজেকে মানিয়ে নেওয়ার সময় পাচ্ছে। তার মেধা সম্পর্কে আমাদের কারও সন্দেহ নেই।’ চোটের কারণে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ মুশফিকুর রহিমের। যে কারণে তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। এ নিয়ে হাথুরু বলেন, ‘মুশফিকের অভিজ্ঞতা আমরা মিস করব। সে দারুণ ফর্মে ছিল। তার মতো খেলোয়াড়ের বিকল্প পাওয়া কঠিন। তবে আমরা আমাদের তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চাই। হৃদয় দলে এসেছে, দলে দিপু-সাদমানও আছে।’ শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট খেলতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল চট্টগ্রামে উড়াল দেবে। সেখানে ৩১ মার্চ থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

post
খেলা

ফোনালাপ ফাঁস: যা বললেন তামিম

বাংলাদেশের জাতীয় দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারের ফোনালাপ ফাঁস নিয়ে হঠাৎ হইচই দেশের ক্রিকেটাঙ্গনে। সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কলরেকর্ডটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ওই ফোনালাপের নেপথ্য ঘটনা কী তা অবশেষে খোলাসা করলেন তামিম ইকবাল।মূলত মোবাইল আর্থিক লেনদেন প্রতিষ্ঠান নগদ-এর প্রচারকে কেন্দ্র করেই মিরাজের সঙ্গে তামিমের ফোনালাপ ফাঁসের ঘটনার মঞ্চায়ন। বুধবার সন্ধ্যা ৭টায় ঘোষণা মতো লাইভে আসেন তামিম। এ সময় তার সঙ্গে আরও যুক্ত ছিলেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং সর্বশেষে যুক্ত হন মাহমুদউল্লাহ রিয়াদ এবং নগদের নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। লাইভে তামিম জানান, ঈদ উপলক্ষ্যে নগদের একটি ক্যাম্পেইন শুরু হয়েছে। যেখানে ২৪ জন গ্রাহককে জমি উপহার দেওয়া হবে। সেই ক্যাম্পেইনে জয়ের জন্য দুইজন বা তিনজন করে দল গঠন করে লেনদেন করতে হবে। যেই দলেই মুশফিককে রেখেছিলেন তামিম। তবে মুশফিক বের হয়ে গেছেন। মূলত এ ঘটনাকে কেন্দ্র করেই তাদের ফোনালাপ। যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই শুরু হয় নানা বিতর্ক। অনেক ভক্তরাই ভেবে নেন, হয়তো বিপিএলে তামিমের দল ছেড়ে অন্য দল গঠন করছেন মুশফিক। কিন্তু পুরো বিষয়টিই ছিল নগদের প্রচার। যা একদিন পরই খোলাসা করলেন এই ক্রিকেটাররা।

post
খেলা

টেস্ট শেষ মুশফিকের

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। সেই চোট গুরুত্বর হওয়ায় টেস্ট সিরিজে এই উইকেটকিপার ব্যাটারের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যদিও তাকে পেতে শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট।সোমবার শেষ ওয়ানডেতে উইকেটকিপিংয়ের সময় চোট পান মুশফিক। তাসকিন আহমেদের করা বল তালুবন্দি করতে গেলে সেটি আঘাত করে মুশফিকের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে। এ সময় মাঠেই খানিকটা সেবা-শুশ্রূষা করা হয় তার। এরপর পুরো ইনিংস তিনি উইকেটকিপিং করেছেন। ব্যাটিংয়েও ৩৭ রানের অপরাজিত ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ম্যাচের পর স্ক্যান করা হয় মুশফিকের আঙুলের। সেখানে দেখা গেছে চিড়। সাধারণত এমন চোট সেরে উঠতে অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগে। সে হিসেবে টেস্ট সিরিজে তার মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। সিরিজের প্রথম টেস্ট আগামী ২২ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে। এরপর ৩০ মার্চ থেকে দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে।

post
খেলা

তামিম-রিশাদের ব্যাটে সিরিজ জিতলো বাংলাদেশ

তিন বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। ঘরের মাঠে সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় পেয়েছে টাইগাররা।ম্যাচে টস জিতে, আগে ব্যাটিংয়ে নেমে ২৩৫ রান করে শ্রীলঙ্কা। দলীয় ১৫ রানে দুই ওপেনার পাথুম নিসাঙ্কা আভিস্কা ফার্নান্দোকে আউট করেন তাসকিন। সামারাবিক্রমাকে ১৪ রানে ফেরান মোস্তাফিজ আর অধিনায়ক কুশাল মেন্ডেসকে দাড়াতেই দেননি রিশাদ। বাংলাদেশের হয়ে তাসকিন ৩, মুস্তাফিজ ২ মেহেদী মিরাজ ২ ও রিশাদ হোসেন ১ উইকেট পান। পরে ২৩৬ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে টাইগাররা। ৪০ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ পৌছে যায় জয়ের বন্দরে। পরে আনুষ্ঠানিক আয়োজনে সিরিজ জয়ের ট্রফি হাতে পেয়ে উল্লাস করে টাইগাররা।

post
খেলা

মেসি-সুয়ারেস জুটিতে চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টারে মায়ামি

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ইন্টার মায়ামি। রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লেগের ম্যাচে ন্যাশভিল এসসিকে ৩-১ গোলে হারায় মেসির দল। এতে করে দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলের জয়ে শেষ আটে পৌঁছে গেছে দলটি। ফ্লোরিডার ফোর্ট লডারডেলে বুধবার রাতে নিজ মাঠে দারুণ শুরু করে ইন্টার মায়ামি। লিওনেল মেসির পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে গোলকিপারকে পরাস্ত করেন লুইস সুয়ারেস। মিনিট বিশেক পর লিড দ্বিগুণ করে মায়ামি। দিয়েগো গোমেসের বাড়ানো বলে শট নিয়ে লক্ষ্যভেদ করেন মেসি। ২-০ গোলে এগিয়ে যায় ঘরের দল। দুই গোলের এগিয়ে যাবার পর প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে ইন্টার। তবে বিরতির আগে আর গোলের দেখা পায়নি তারা। দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে ম্যাচভাগ্য নিশ্চিত করে দেয় রবার্ট টেইলরের গোল। সুয়ারেসের পাস থেকে হেড করে বল জালে জড়ান তিনি। দুই লেগ মিলিয়ে ম্যাচে ফিরতে অন্তত তিন গোল দরকার ছিল ন্যাশভিলের তেমনটা করতে পারেনি তারা। শেষ মুহূর্তে স্যাম সারিজের গোলে পরাজয়ের ব্যবধান কমিয়েছে ন্যাশভিল। দ্বিতীয় লেগ ৩-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইন্টার। ১৬ মার্চ আবারও লিগের লড়াইয়ে ফিরছেন মেসি-সুয়ারেসরা। ওইদিন ডিসি ইউনাইটেডের মাঠে নামছে ইন্টার মায়ামি।

post
খেলা

চেন্নাইয়ের বিদেশি পেসারের ইনজুরিতে সুযোগ মিলবে তো মুস্তাফিজের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর শুরু হতে বাকি মাত্র ৮ দিন। আগামী ২২ মার্চ মাঠে গড়াবে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটির প্রথম ম্যাচ। এদিকে আইপিএলের দিনক্ষণ যতই এগিয়ে আসছে চেন্নাই শিবির চোটের সারি ততই দীর্ঘ হচ্ছে। আগেই জানা ছিল চোটের কারণে এবারের আসরে প্রথম পর্ব মিস করবেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ডেভন কনওয়ে। এবার নতুন দুঃসংবাদ পেতে হয়েছে পাঁচ শিরোপাজয়ী এ দলটিকে। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে ইনজুরিতে পড়েছেন ফ্র্যাঞ্চাইজিটির তরুণ লঙ্কান পেসার মাথিশা পাথিরানা। গত মৌসুমে এ লঙ্কান তরুণ পেসার ছিলেন চেন্নাইয়ের অন্যতম সেরা বোলিং অস্ত্র। এবারের মৌসুম শুরুর আগে তারকা এ পেসারকে নিয়ে তাই চিন্তায় সিএসকে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট পান শ্রীলঙ্কার তরুণতুর্কি। জানা যায়, তার বাঁ পায়ে গ্রেড ওয়ান হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোট পাওয়ায় ম্যাচটিতে নিজের পুরো কোটার বোলিং শেষ করতে পারেননি পাথিরানা। আইপিএলের ১৫তম আসরে চেন্নাই সুপার কিংসের তৃতীয় সর্বাধিক উইকেট শিকারি ছিলেন মাথিশা পাথিরানা। ২০২২ সালে তার আইপিএল অভিষেকে মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন তিনি। সেখানে তিনি পেয়েছিলেন ২টি উইকেট। তবে ২০২৩ সালের আইপিএলের ১৬তম আসরে তিনি ১২টি ম্যাচে নিয়েছিলেন ১৯ উইকেট। এবারের আসরে টাইগার পেসার মুস্তাফিজকে ২ কোটি রুপিতে দলে টেনেছে চেন্নাই সুপারকিংস। তাকে দলে নেয়ার কারণ হিসেবে দলটির প্রধান নির্বাহী বিশ্বনাথন বলেন, আমি বলবো যে, যাদেরকে নেয়ার লক্ষ্য আমাদের ছিল, তাদের প্রায় সবাইকেই পেয়েছি। সত্যি বলতে, মিচেলকে (নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল) নিয়ে আমাদের পরিকল্পনা ছিল। আমাদের আরও মনে হয়েছে, মাঠের দুই পাশের সীমানা বিবেচনায় নিয়ে চিপকের উইকেটে মুস্তাফিজ ভালো একটি পছন্দ হতে পারে। তবে ধোনির দলে জায়গা পেলেও মূল একাদশে ফিজের জায়গা পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো কিছুদিন আগে একটি সম্ভাব্য একাদশ প্রকাশ করেছিল। যেখানে ছিল না মোস্তাফিজের নাম। তাদের সাজানো একাদশে থাকা তিন পেসারের মধ্যে ছিলেন ভারতের দীপক চাহার, বিদেশি কোটায় মাথিশা পাথিরানা আর দ্বাদশ খেলোয়াড় হিসেবে ছিলেন তুষার দেশপান্ডে। যদিও মাথিশা ইনজুরিতে পড়ায় সুযোগ হয়ে আসতে পারে মুস্তাফিজের। তবে মাঠে সময়টা ভালো যাচ্ছে না টাইগার এই পেসারের। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে ভুলে যাওয়ার মতো পারফরম্যান্সের পর ওয়ানডে সিরিজ থেকেও বাদ পড়েছেন তিনি।

post
খেলা

সন্তান জন্ম দিয়ে মারা গেলেন ফুটবলার

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে ক্যাম্প করা ফুটবলার রাজিয়া খাতুন মারা গেছেন। সাতক্ষীরায় সন্তান প্রস্তাবের পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তার বয়স হয়েছিল ২২ বছর। তবে জন্ম নেওয়া শিশু সন্তান সুস্থ আছে বলে জানা গেছে। বাংলাদেশ ফুটবল সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। রাজিয়া অনেক দিন ফুটবলের বাইরে ছিলেন। চার বছর আগে জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ পড়ার পর আশা না দেখে তিনি ফুটবল ছেড়ে দেন।জানা গেছে, রাজিয়া ২০১৭ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন। পরের বছর ভুটানে সাফ অনূর্ধ্ব-১৮ আসরে খেলেন তিনি। সিনিয়র দলের সঙ্গে ক্যাম্প করার সুযোগও পান। তবে ফর্ম খারাপ যাওয়ায় ২০১৯ সালে ক্যাম্প থেকে বাদ পড়েন তিনি। পরে সরে যান ফুটবল থেকে। বাংলাদেশের নারী ফুটবল মূলত জাতীয় দল কেন্দ্রীক। সেটাও পরিষ্কার করে বললে সাফ কেন্দ্রীয়। লিগ ফুটবল ছিল না আগে। ক’বছর চালু করা হলেও তা অনিয়মিত। যে কারণে জাতীয় দল ছাড়া খেলার এবং রোজগারের তেমন সুযোগ নেই নারী ফুটবলারদের। দীর্ঘদিন খেলার বাইরে থাকায় অনেকে ফিটনেস হারান, কারো ফর্ম পড়ে যায়, অনেকে আবার ফুটবলে আগ্রহ হারিয়ে ফেলেন। রাজিয়ার ক্ষেত্রে হয়েছে তেমনটাই। 

post
খেলা

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ

আগামী এপ্রিলে কানাডা এবং মে মাসে বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইউএসএ ক্রিকেট) দুই টি-২০ সিরিজের সূচি ঘোষণা করেছে। ম্যাচগুলো টেক্সাসের পেরেইরা ভিউ ক্রিকেট কমপ্লেক্সে আয়োজন করা হবে। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে টি-২০ বিশ্বকাপের আসর। বাংলাদেশের ম্যাচ আছে যুক্তরাষ্ট্রে। কিন্তু সেখানকার কন্ডিশনে খেলার অভিজ্ঞতা নেই এই দলের। যে কারণে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে ও যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মাটিতে নিতে সেখানে সিরিজ খেলার প্রস্তাব করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বাংলাদেশের মতো দলের বিপক্ষে বিশ্বকাপের আগে সিরিজ খেলার ওই প্রস্তাব লুফে নিয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট। সূচি অনুযায়ী, ৭ এপ্রিল কানাডার বিপক্ষে প্রথম টি-২০ খেলবে যুক্তরাষ্ট্র, শেষ ও পঞ্চম টি-২০ খেলবে ১৩ এপ্রিল। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ২১ মে প্রথম, ২৩ মে দ্বিতীয় এবং ২৫ মে খেলবে সিরিজের শেষ ও তৃতীয় টি-২০ ম্যাচ। সিরিজ নিয়ে ইউএসএ ক্রিকেটের চেয়ারম্যান ভেন্যু পিসিকি বলেন, ‘বিশ্বকাপের আগে এই ম্যাচগুলো আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। দল নির্বাচন করতে, কৌশল ঠিক করতে ও কাজে সমন্বয় আনতে ম্যাচেগুলো বড় ভূমিকা রাখবে। আইসিসি, ক্রিকেট কানাডা ও বিসিবিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি।’ বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘ক্রিকেটের জন্য বাংলাদেশ দলের যুক্তরাষ্ট্র সফর ঐতিহাসিক মুহূর্ত। দুই দলের জন্যই ক্রিকেটের প্রতি আবেগ ও সমর্থন দেখানোর এটা অসাধারণ সুযোগ। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশন বুঝতে ও আসরের জন্য প্রস্তুত হতে এটি একটি আদর্শ সফর।’

post
খেলা

অধিনায়ক শান্তর প্রথম সেঞ্চুরিতে বাংলাদেশের সহজ জয়

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হাসান শান্তর সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ।বুধবার (১৩ মার্চ) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে অধিনায়ক কুশল মেন্ডিস ও জেনিথ লিয়ানাগের ফিফটিতে ৪৮ ওভার ৫ বলে ২৫৫ রানে অলআউট হয় লঙ্কানরা। বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম সাকিব নেন ৩টি করে উইকেট। ২৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকেন টাইগার ব্যাটাররা। এরপর ক্রিজে আসা মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে শুরুর বিপর্যয় সামাল দেন শান্ত। ৬৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৯২ রানে ৩৭ বলে ৩৭ রান করে আউট হন মাহমুদউল্লাহ। এরপর ক্রিজে আসা মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত। লঙ্কান বোলারদের ওপর চড়াও হন এই দুই ব্যাটার। দুজনেই তুলে নেন ফিফটি। এরপর আরও আগ্রসী ব্যাটিং করতে থাকেন শান্ত-মুশফিক। মারমুখী ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন টাইগার কাপ্তান। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ৩২ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। শান্ত ১২৯ বলে ১২২ ও মুশফিক ৮৪ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন।

post
খেলা

মুশফিকের তোপে জিতল মোহামেডান

বিপিএলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বেশ কয়েকটি ম্যাচে নিজের পেস আগুনে প্রতিপক্ষকে পুড়িয়েছিলেন মুশফিক হাসান। এবার সেই ফর্ম তিনি ঢাকা প্রিমিয়ার লিগেও টেনে নিয়ে গেলেন। তার বোলিং তোপে নিজেদের প্রথম ম্যাচে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। যদিও দলটির দুই তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ জাতীয় দলের সিরিজের কারণে নেই ডিপিএলে।বিকেএসপিতে মঙ্গলবার মুশফিকের সঙ্গে মোহামেডানের বোলিং আক্রমণে ভালো সঙ্গ দিয়েছেন আরেক পেসার আরিফুল ইসলাম। মুশফিকের চার আর আরিফুলের তিন শিকারে সিটি ক্লাবকে ইমরুল কায়েসের মোহামেডান ৪৩ রানে হারিয়েছে। আগে ব্যাটিং করে তারা ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪০ রান তোলে। জবাবে সিটি ক্লাব ৪৬.২ ওভারে ১৯৭ রানে অল-আউট হয়ে যায়। আগে ব্যাট করতে নেমে মোহামেডানের ভিত গড়ে দেওয়া রান এনে দেন রনি তালুকদার। তিনি দলের হয়ে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন। ডানহাতি এ ব্যাটারের ১০৮ বলে সাজানো ইনিংসটিতে ছিল ৪টি করে বাউন্ডারি ও ছক্কার মার। এছাড়াও ৮৮ বলে ৩টি চার ও ২ ছক্কায় ৬৭ রান করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া রুবেল মিয়ার ৩৩ এবং আরিফুলের ১৯ রান ছাড়া উল্লেখযোগ্য রান পাননি কেউই। সিটি ক্লাবের হয়ে ৯.৩ ওভারে ৩৫ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মেহেদী হাসান। এছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন সঞ্জিত সাহা ও রাফসান আল মাহমুদ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.