অনুষ্ঠান

বিসিএ'র আনন্দঘন বড়দিন পুনর্মিলনী অনুষ্ঠান

post-img

খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উদযাপনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন-মেরিল্যান্ড- ভার্জিনিয়া (ডিএমভি)'র বাংলাদেশি কমিউনিটিতে ছিলো নানা আনন্দময় আয়োজন ও ধর্মীয় অনুষ্ঠানমালা।

কীর্তন, গির্জায় খ্রীষ্টযাগ, বাড়িতে বাড়িতে আলোকসজ্জা, ক্ষমা অনুষ্ঠান ও নানা পদের বাংলা খাবার পরিবেশনের মধ্য দিয়ে বড়দিনের ঐতিহ্যবাহী উদযাপন সম্পন্ন হলো এখানে।

বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন, ইনক(বিসিএ) মেট্রো ওয়াশিংটন এলাকায় তিন দশক ধরে বাঙালি কায়দায় বড়দিন উৎসব উদযাপন করে আসছে। এ বছরও তার ব্যতিক্রম ছিলো না।


দীর্ঘ এক মাস বাড়ি বাড়ি কীর্তন পরিবেশনা শেষে গত ২৬ ডিসেম্বর সিলভার স্প্রিং এলাকার রস্কো আর নিক্স এলিমেন্টারি স্কুল অডিটোরিয়ামে বড়দিন পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

তিন শতাধিক প্রবাসী বাঙালির উপস্থিতিতে স্থানীয় শিল্পীদের নাচ, গান, যীশু খ্রীষ্টের জন্মের উপর নাটিকা, ব্যান্ড সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে উদাপিত হয় বড়দিন। এছাড়াও ছিলো লটারির র্যাফেল ড্র।

সংগঠনের প্রেসিডেন্ট ডা. পেট্রিসিয়া শুক্লা গমেজ অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি উপস্থিত দর্শকের ধন্যবাদ জানিয়ে বলেন, বড়দিন আমাদের ধর্মীয় প্রাণের উৎসব। প্রবাসে নানা বাস্ততার মাঝেও আমরা সকলে আজ একত্রে মিলিত হতে পেরেছি। বাংলা সংস্কৃতি আপনারা ভালোবাসেন বলেই আজ আমাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন।

সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক নিয়তি নির্মলা রোজারিও অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের ঘোষণা করে অনুষ্ঠানের সঞ্চালক তিলোত্তমা ও বিস্ বিভাষ ফ্রান্সিস রোজারিওকে মঞ্চে আহ্বান করেন তাদের হাতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব তুলে দেন।


এর আগে বর্তমান কার্যকরী পরিষদ সদস্যদের উপস্থিতিতে বড়দিনের কেটে কাটেন প্রেসিডেন্ট ডা. পেট্রিসিয়া শুক্লা গমেজ ও ভাইস প্রেসিডেন্ট শ্যামল ডি'কস্তা। এ সময় সংগঠনের উপদেষ্টা জুড ভি গোমেজ, খ্রিষ্টফার গোমেজ ও ড. পল ফেবিয়ান গোমেজ উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক পর্বে সংগঠনের নিয়মিত শিল্পীদের পরিবেশনায় বড়দিনের গান 'আজ এলো সেই বড়দিন' ও দেশের গান 'প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে' পরিবেশন করা হয়। যার পরিচালনায় ছিলেন মুক্তা মেবেল রোজারিও ও সবিতা গোমেজ।


একঝাঁক শিশু-কিশোরদের নিয়ে সুমা গোমেজের পরিচালনায় পরিবেশন করা হয় যীশুর জন্মভিক্তিক নাটিকা।

শিশু-কিশোরদের গানে অংশ নেয় অনন্ত পিউরিফিকেশন, মেঘা পিউরিফিকেশন দ্রোহী পেরেরা।

নাচে অংশ নেয় স্যান্ড্রা মারিয়া পেরেরা, মনীষা গোমেজ, পিটার পালমা, এলিজাবেথ পালমা ক্লাউডিয়া রিবেরু, তিলোত্তমা রোজারিও , পরমেশ্বপরী, মেঘা পিরিফিকেশন, এমিলিয়া গোমেজ ও ক্লেয়ার রোজারিও।

নৃত্যে কোরিওগ্রাফি করেন মঞ্জুরি নৃত্যালয়ের শিল্পী গ্লোরিয়া রোজারিও ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নৃত্যশিল্পী রোজ মেরি মিতু রিবেরু।


বাংলা বাজারের সৌজন্যে উপস্থিত দর্শকদের অংশগ্রহণে ক্যুইজ পর্ব ও পুরস্কার বিতরণ পরিচালনা করেন বিপুল এলিট গনসালভেস ও খ্রীষ্টফার রোজারিও।

আহার পর্ব চলাকালে প্রজেক্ট এক্স ব্যান্ড দল সংগীতের মাধ্যমে বড়দিনের আনন্দকে আরো একধাপ উত্তাপ ছড়িয়ে দেয়। হৃদয় পেরেরা, অদিতি পিউরিফিকেশন ও সক্রেটিস পিউরিফিকেশন এক এক করে জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন।

আহার পর্বের শেষে লটারি ড্র এবং ভাইস প্রেসিডেন্ট শ্যামল ডি'কস্তার ধন্যবাদ বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয় বড়দিন পুনর্মিলনী অনুষ্ঠান।

অনুষ্ঠান গ্রান্ড স্পন্সর ছিলেন লোন অফিসার শরীফ আহমেদ, লোন অফিসার মতিন, রিয়েলেটর আলবার্ট গোমেজ, রিয়েলেটর টমাস ডেনিম রোজারিও, ডায়না ফেশন ও মৌরিয়া কাবাব রেষ্টুরেন্ট (শীতল ডমিনিক গমেজ)।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.